ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বললেন ‘আমরা হতাশ’
২২ জানুয়ারি ২০২১ ২১:০৫
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিং করে মাত্র ১২২ রানেই গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিং করতে নেমে শুরুতে বাংলাদেশি পেসের সামনে ভুগতে থাকা ক্যারিবিয়ানরা পরে স্পিন আগুনে পুড়েছেন। উইকেট কিছুটা পুরনো হওয়ার কারণে সেখানেই বাংলাদেশি ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দে দেখা গেছে। তবু আজ দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়ক জেসন মোহাম্মদ।
যথারীতি গত ম্যাচের মতোই ভুগতে হয়েছে সফরকারীদের। ব্যাটিং ইনিংসের শুরুতে পেসারদের বিপক্ষে ভুগে পরে স্পিন আক্রমণে কাবু হয়েছে। ১৪৮ রানেই গুটিয়ে গিয়ে ৭ উইকেটে ম্যাচ হেরেছেন ক্যারিবিয়ানরা। ম্যাচ শেষে জেসন মোহাম্মদ বলছিলেন, উইকেটে কিছুটা ঘাস ছিল বলেই আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।
ঘাসের উইকেটে আগে ব্যাটিং করে ভালো একটা স্কোর গড়ে বাংলাদেশকে চাপে ফেলার পরিকল্পনা ছিল তাদের। সেটা হয়নি বলে স্বাভাবিকভাবেই হতাশ ক্যারিবিয়ান অধিনায়ক।
ম্যাচ শেষে বলছিলেন, ‘অবশ্যই আমরা খুব হতাশ। উইকেট আজকে আগের দিনের চেয়ে অনেক ভালো ছিল। কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি, ভালো স্কোর গড়তে পারিনি। অবশ্যই আমরা হতাশ।’
বাংলাদেশি স্পিন আক্রমণের বিপক্ষে ভোগার কথা উল্লেখ করে বড় জুটি না গড়তে পারার ব্যর্থতাও স্বীকার করেছেন জেসন, ‘আমরা জানতাম স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে। আমরা প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু মাঠে নেমে আমরা জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছি। একটি উইকেট পড়লে আরেকটি পড়েছে। এখানেই সমস্যা হয়েছে। জুটি গড়তে পারিনি আমরা। এখানেই পিছিয়ে পড়েছি।’
প্রথম দুই ওয়ানডেতে যাদের বিপক্ষে সবচেয়ে বেশি ভুগতে হলো সেই সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের কথা আলাদা করে বলতেই হলো ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ককে। বলছিলেন, ‘দেখেন আমাদের মানসম্মত দুজন স্পিনারের মোকাবিলা করতে হয়েছে। সাকিব তো বিশ্বের অন্যতম সেরা। মেহেদিও বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছে। তারা ভালো করেছে, আমরা তাদের মোকাবিলা করতে পারিনি। সেই কারণেই বড় স্কোর হয়নি।’
জেসন মোহাম্মদ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান