চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দল
২৩ জানুয়ারি ২০২১ ১৬:২৭
‘বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১’ এর ঢাকার প্রথম পর্বের খেলা শেষ। এবার অপেক্ষা চট্টগ্রাম পর্বের। সেই লক্ষ্যেই বন্দরনগরীতে পৌঁছে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম পৌঁছেছে দুই দল। চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর ১২টায় হযরত শাহজালাল বিমানবন্দন ত্যাগ করেছিল বাংলাদেশ দলকে বহনকারী বিশেষ বিমানটি।
আগের জানানো হয়েছে, চট্টগ্রামে পৌঁছে আগামীকাল অনুশীলন শেষে ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আর এর মধ্য দিয়েই অতিথিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হবে ডোমিঙ্গোর শিষ্যদের। বলে রাখা ভালো, প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শেষে আগামী ২৯-৩১ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর এর মধ্য দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা। এরপর সিরিজ ফিরবে ঢাকায়।
১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশ দল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি