সুইমিং ফেডারেশনের সা. সম্পাদক পদে এম বি সাইফ ফের নির্বাচিত
২৪ জানুয়ারি ২০২১ ১৬:৩৯
ঢাকা: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন এম বি সাইফ। রোববার (২৪ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম প্রকাশ করে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে দেখা যায়, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যকরী পরিষদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। এতে গত কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এম বি সাইফসহ গত কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, সহ সভাপতি রুহুল আমিন পুনরায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হামিদ ও মো. সোলায়মান। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সেলিম মিয়া ও মো. আমিরুল ইসলাম। এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল হোসেন বাদশা।
এবারের নির্বাচনে ২৪টি মনোনয়নপত্র জমা হয়। এর মধ্যে ১৬ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। সুইমিং ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সরকারের মনোনীত নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।