Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুবেল-হাসান আউট, তাসকিন-সাইফউদ্দিন ইন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ১১:৩০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১২:২৬

চট্টগ্রাম থেকে: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন প্রথম দুই ওয়ানডে খেলা রুবেল হোসেন ও হাসান মাহমুদ। এই দুই পেসারের স্থলাভিষিক্ত হয়েছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এই ম্যাচের মধ্য দিয়ে প্রায় চার বছর পর ওয়ানডে দলে জায়গা করে নিলেন গতি তারকা তাসকিন আহমেদ। লাল সবুজের জার্সিতে তিনি সবশেষ ৫০ ওভরের ক্রিকেট খেলেছিলেন ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে। এরপর ইনজুরি ও টিম কম্বিনেশনের কারণে আর তার জাতীয় দলের হয়ে এই ফরম্যাটে নামা হয়নি।

বিজ্ঞাপন

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবিয়দের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আগের দুই ম্যাচ ব্যাক টু ব্যাক নিজেদের করে নেয়ায় ইতোমধ্যেই সিরিজে ২-০ তে এগিয়ে তামিম ইকবাল অ্যান্ড কোং। সেই ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচটিও নিজেদের করে নিতে পারলে হোয়াইটওয়াশের গৌরব লাভ করবে টিম বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনিল আমব্রিস, কিরণ ওটলি, জাহমার হ্যামিল্টন, জেসন মোহাম্মেদ, কাইল মেয়ারস, নক্রমাহ বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেফার, কিওন হার্ডিং, আলজারি জোসেপ ও আকিল হোসেন।

উইন্ডিজ একাদশ থেকে বাদ পড়েছেন জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি। আর ঢুকেছেন জাহার হ্যামিল্টন ও কেয়ন হার্ডিং।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

তৃতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর