Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলের পারফরম্যান্সে খুশি তামিম


২৫ জানুয়ারি ২০২১ ২১:৫৮

প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বাংলাদেশ কেমন ক্রিকেট খেলে সেই ভয় ছিলই। কিন্তু দারুণভাবে ভয়কে জয় করেছে তামিম ইকবালের বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাটিং করে ক্যারিবিয়ানদের দেড়শ’র আগেই গুটিয়ে দিয়ে বড় ব্যবধানে জিতেছে তামিমের দল। চট্টগ্রামে আজ তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে প্রায় তিনশ (২৯৭) রান তুলে ১২০ রানে ম্যাচ জিতেছে স্বাগতিকরা। স্বাভাবিকভাবেই দলের এমন পারফরম্যান্সে দলনেতা তামিম খুশি।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘যেভাবে আমরা ক্রিকেট খেলেছি খুব ভালো ছিলো। সত্যি কথা বলতে মূল যে বিষয়টি আমি লক্ষ্য করেছি সেটা হলো, ভালো করার যে ক্ষুধাটা ড্রেসিং রুমে ছিলো তা তিন ম্যাচেই ছিলো। এমন হয়নি যে গত দুই ম্যাচ জিতে যাওয়ার পরে আজ দলের কেউ রিলাক্সে ছিলো।’

একটা আফসোসও অবশ্য হচ্ছে তামিমের। প্রথম দুই ম্যাচে দলকে জিতিয়ে অপরাজিত হিসেবে মাঠ ছাড়ার সুযোগ ছিল তার। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। আজ অনেকক্ষণ ব্যাটিং করতে পারলে সেঞ্চুরি পেতে পারতেন। একটা সময়ও মনেও হচ্ছিল সেঞ্চুরির দিকে এগুচ্ছেন তামিম। কিন্তু ৬৪ রানে আউট হয়ে সেটা আর পারেননি। সাকিব আল হাসানও সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছেন ৫২ রানে। ম্যাচ শেষে এসব নিয়ে আক্ষেপ ঝড়ল তামিমের কণ্ঠে।

অধিনায়ক বলেন, ‘খুশি অবশ্যই। একটা জিনিস দেখেন ক্রিকেটে উন্নতির জায়গা সবসময়ই থেকে যায়। আজকে একটা সুযোগ ছিলো আমাদের দুইজনের (তামিম-সাকিব) মধ্যে একজনের সেঞ্চুরি করার। এগুলা যদিও হইতো তাইলে পরিপূর্ণ খেলা বলতে পারতাম। আমি ৬৪ করে আউট হয়ে গেলাম, সাকিব ৫০ করে আউট হয়ে গেলো। মুশফিক দেরিতে আসায় ওর হাতে হয়তো ওতো ওভার ছিলো না। এগুলা যদি এখন আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা বিদেশে যাবো তখন এগুলা সাহায্য করবে। আমরা সিরিজ জিতেছি এবং কনভিন্সিংলি জিতেছি তাই কোন অভিযোগ নেই।’

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর