Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার প্রতিপক্ষ চেলসি, রিয়ালের মুখোমুখি হবে পিএসজি


১১ ডিসেম্বর ২০১৭ ১৭:২৩

সারাবাংলা ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৭-১৮ মৌসুমের জন্য নিশ্চিত হয়েছিল ১৬ দল। লিগে নকআউট পর্বের শেষ ষোলো দল নিশ্চিত হওয়ার পর সোমবার (১১ ডিসেম্বর) হয়ে গেল শেষ ষোলোর ড্র। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংলিশ জায়ান্ট চেলসি আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট পিএসজি।

ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই টুর্নামেন্টে বিভিন্ন দেশ থেকে ৩২টি দল অংশ নেয়। সেখান থেকে শেষ ষোলো নির্ধারণ হয়। সুইজারল্যান্ডের নিয়নে এই শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়।

প্রথম লেগের ম্যাচ হবে ১৩, ১৪, ২০ ও ২১ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ৬, ৭, ১৩ ও ১৪ মার্চ।

দীর্ঘ ১৪ বছর পর কোনো দেশের পাঁচটি ক্লাব এবার ইউরোপের সর্বোচ্চ আসরের শেষ ষোলো নিশ্চিত করে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে উঠে আসে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল ও টটেনহ্যাম।

রিয়ালের বিপক্ষে পিএসজির খেলা হওয়ায় কোয়ার্টার ফাইনালে হয় পিএসজির ব্রাজিল আইকন নেইমার কিংবা রিয়াল মাদ্রিদের পর্তুগিজ আইকন রোনালদোকে দেখা যাবে। গ্রুপ ‘বি’তে চ্যাম্পিয়নস হয়েছিল পিএসজি, অন্যদিকে গ্রুপ ‘এইচ’ থেকে রানারআপ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল।

বার্সা ছিল গ্রুপ ‘ডি’র চ্যাম্পিয়ন আর গ্রুপ ‘সি’ থেকে রানারআপ হয়েছিল চেলসি।

চলুন দেখে নেওয়া যাক কে কার প্রতিপক্ষ:
জুভেন্টাস-টটেনহ্যাম
বাসেল-ম্যানচেস্টার সিটি
সেভিয়া-ম্যানচেস্টার ইউনাইটেড
পোর্তো-লিভারপুল
রিয়াল মাদ্রিদ-পিএসজি
শাখতার দোনেস্ক-রোমা
চেলসি-বার্সেলোনা
বেসিকতাস-বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি/১১ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর