Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরামবাগের জালে শেখ জামালের অর্ধডজন


২৭ জানুয়ারি ২০২১ ২০:৫৩

ম্যাচে শেখ জামালই ফেভারিট ছিল। গত কয়েকটা ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে দলটি। অন্য দিকে অনেকদিন ধরেই আরামবাগ ক্রীড়া চক্রের হতশ্রী দশা। কিন্তু তাই বলে শেখ জামাল যে আরামবাগকে ছয় গোল দিবে সেটা হয়তো ভাবেনি অনেকেই! প্রিমিয়ার লিগের ম্যাচে আরামবাগের জালে আজ গুণে গুণে ছয়বার বল জড়িয়েছে শেখ জামাল।

৬-০ গোলের ম্যাচে একাই চার গোল করেছেন আরামবাগের গাম্বিয়ান তারকা ফরোয়ার্ড ওমর জোবে। দুই গোল করেছেন জোবের স্বদেশী সুলাইমান সিল্লাহ। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল শেখ জামাল। আগের দুই ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছিল দলটি।

বিজ্ঞাপন

বুধবার (২৭ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে শেখ জামাল। ১৪ মিনিটে প্রথম গোল পায় দলটি। রেজাউল করিমের ক্রসে আলতো টোকায় গোল করেন ওমর জোবে। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছেন সুলাইমান সিল্লাহ। ডি-বক্সে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জালে জড়িয়ে দেন তিনি।

৩৫ মিনিটে আরও এক গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে শেখ জামাল। শাকিল আহমেদের থ্রু নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন সিল্লাহ। বাকি সময়টা শুধুই জোবের।

শেখ জামাল একের পর এক আক্রমণ করে গেছে। জোবেও শুধু সুযোগ মতো গোল দিয়ে গেছেন। ৬০ মিনিটে সলোমন কিং এর আড়াআড়ি পাস ধরে দারুণ এক প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন জোবে। হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৬২ মিনিটে। সলোমনের পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে গোলরক্ষককে পরাস্ত করেছেন গাম্বিয়ান তারকা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরও এক গোল করেছেন বিদেশি এই ফরোয়ার্ড। জাহিদ হোসেনের আড়াআড়ি ক্রসে সুবিধাজনক স্থানে বল পেলে গোল করতে ভুল করেননি জোবে। শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল।

বিজ্ঞাপন

এদিকে, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।

আরামবাগ ক্রীড়াচক্র ঢাকা প্রিমিয়ার লিগ শেখ জামাল ধানমন্ডি ক্লাব

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর