Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার পাশে জমি কেনার সিদ্ধান্ত বিসিবি’র


২৭ জানুয়ারি ২০২১ ২২:৩৩

ক্রিকেটের উন্নতি ও উৎকর্ষ সাধনে সময়োপযোগি এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ঢাকা ও এর আশাপাশের এলাকায় জমি কিনে মাঠ ও ক্রিকেটীয় অবকাঠামো তৈরীর কথা ভাবছে টাইগার ক্রিকেট প্রশাসন। এবং খুব শিগগিরই এই মর্মে একটি কমিটি গঠন করা হবে।

বুধবার (২৭ জানুয়ারি) বিসিবি’র নবম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভাশেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞাপন

তারা জানিয়েছে, ‘ক্রিকেটের মাঠ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ঢাকার আশাপাশে জমি কেনার ব্যাপারে সমর্থণ দিয়েছে বিসিবি। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করে যাবতীয় প্রক্রিয়া শুরু করা হবে।’

সভায় আলোচনা হয়েছে পূর্বাচলে নির্মানাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক মানের পরামর্শক নিয়োগ প্রসঙ্গেও। এই মর্মে বোর্ড একটি গাইডলাইন দিয়েছে টাইগার প্রশাসন।

বিসিবি’র পক্ষ থেকে জানান হয়েছে, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের জন্য একজন আন্তর্জাতিক মানের পরামর্শক নিয়োগ নিয়ে সভায় আলাচনা হয়েছে। এই মর্মে বোর্ড একটি নির্দেশনাও দিয়েছে। এবং দক্ষহাতে প্রোজেক্ট পরিচালনার জন্য ‘প্রোজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি’ নিয়োগের কথা ভাবছে।

এছাড়াও সভায় ফেব্রুয়ারিতে স্থানীয় ক্রিকেটারদের কোভিড ভ্যাক্সিনেশনের আওতায় এনে অনতিবিলম্বে ঘরোয়া ক্রিকেট শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘ঘরোয়া ক্রিকেট শুরুর লক্ষ্যে স্থাণীয় ক্রিকেটারদের ফেব্রুয়ারিতে করোনার টিকা দেয়ার লক্ষ্যে বোর্ড সম্মত হয়েছে।’

বাংলাদেশ ক্রিকেট বিসিবি শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বিজ্ঞাপন

নতুন প্রেমে মালাইকা!
২৫ নভেম্বর ২০২৪ ১৮:২৭

আরো

সম্পর্কিত খবর