এবার রাজ্জাকের মস্তিস্কের ভেল্কি দেখবে সবাই: মাশরাফি
২৯ জানুয়ারি ২০২১ ১৬:২৩
দুদিন আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পাওয়া আব্দুর রাজ্জাককে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক বলেছেন, এতোদিন রাজ্জাকের ঘুর্ণি ভেল্কি দেখেছে সবাই, এবার দেখবে মস্তিস্কের ভেল্কি।
এক সময়কার বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য আব্দুর রাজ্জাক এবং মাশরাফি বিন মুর্তজা দুজন কাছের বন্ধু। এক সঙ্গে খেলেছেন বছরের পর বছর। দুদিন দেরি হলেও নতুন দায়িত্ব পাওয়া বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুল করলেন না মাশরাফি।
শুক্রবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছে, ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি, এবং সফলও হবি ইনশাআল্লাহ।’
রাজ্জাককে GOAT বা সর্বকালের সেরা উল্লেখ করে মাশরাফি আরও লিখেছেন, ‘এতদিন বাঁ হাতের ভেলকি দেখেছে সবাই এবার দেখবে তোর মস্তিস্কর, যা নিয়ে কোনদিনও আমার সংসয় ছিলো না। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু (GOAT)।’
বাংলাদেশের হয়ে ১৫৩ ওয়ানডে, ১৩ টেস্ট ও ৩৪টি টি-টোয়েন্টি খেলা রাজ্জাক জাতীয় দলের বাইরে অনেকদিন ধরে। সেই ২০১৪ সাল থেকে ওয়ানডে ক্রিকেটে দেখা যায়নি তাকে। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। তবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন নিয়মিতই। প্রথম শ্রেণীর সর্বোচ্চ উইকেট (৬৩৪) নেওয়ার রেকর্ড তার দখলে। তবুও বয়স বেশির কথা চিন্তা করে রাজ্জাকের বদলে বরাবরই তরুণ স্পিনারদের ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা।
বারবার নির্বাচকদের উপেক্ষার শিকার হওয়া রাজ্জাক এবার নিজেই হয়েছেন নির্বাচক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে কাজ করবেন ৩৮ বছর বয়সী এই তারকা স্পিনার।