আবু ধাবিতে আফিফ ঝড়
৩০ জানুয়ারি ২০২১ ২২:৩৯
আলোচিত টি-টেন লিগে দুই বাংলাদেশি আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকতের মুখোমুখি লড়াইটা কেমন জমে সেটাই ছিল দেখার। লড়াইয়ে আফিফ জয়ী। নিজে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন, তার দল বাংলা টাইগার্সও জিতেছে। মোসাদ্দেকদের মারাঠা অ্যারাবিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে আফিফের বাংলা টাইগার্স।
শনিবার (৩০ জানুয়ারি) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাটিং করার সুযোগ পাননি মোসাদ্দেক হোসেন। প্রথমে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ১০৩ রান তোলে তার দল মারাঠা অ্যারাবিয়ান্স।
মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে নেমে আজ রান পেয়েছেন মারাঠার মোহাম্মদ হাফিজ। ৩০ বলে ৭ চার ৩ ছয়ে ৬১ রান করেন পাকিস্তানি তারকা। অপর ওপেনার ৩৪ রান করলেও বল খেলে ফেলেন ৩০টি। যা দশ ওভারের ক্রিকেটের জন্য মোটেও সন্তোষজনক না। দলটিকে পরে সেই মূল্যটাই দিতে হলো কিনা কে জানে!
৮ ওভারেই পরে ম্যাচ জিতে নিয়েছে বাংলা টাইগার। ৩৩ রানের ওপেনিং জুটি ভাঙলে তিনে নেমেছিলেন আফিফ। মাত্র ১০ বল খেলে ১টি চার ২টি ছয়ে ২২ রান করেন বাংলাদেশি তরুণ অলরাউন্ডার। ওপেনার আন্দ্রে ফ্লেচার ১৬ বলে করেন ৩১ রান। অপর ওপেনার জনসন চার্লস ১১ বলে করেন ২২ রান। ৮ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য ১০৫ রান তুলে ফেলে টাইগার।
মারাঠার অন্য বোলারদের ব্যর্থতার দিনে সফল হতে পারেননি বাংলাদেশিরাও। মোসাদ্দেক এক ওভারে ২০ রান দিয়েছেন। মুক্তার আলি ১ ওভারে ১৩ ও সোহাগ গাজী ১ ওভারে ১৭ রান খরচ করেন। সবাই ছিলেন উইকেট শূন্য।