Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্শেই’র অনুশীলনে সমর্থকদের হামলা, স্থগিত খেলা

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২১ ১৩:৩৬

সমর্থকরা আছে বলেই ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলো এত জনপ্রিয়। সমর্থকদের পাগলামির কারণেই বিশ্বে খ্যাতি অর্জন করেছে অনেক ক্লাব। কিন্তু আবার এই সমর্থকরাই ডেকে আনতে পারে ক্লাবের বিপদ। সম্প্রতি এমনটাই ঘটেছে ফ্রান্সের লিগ ওয়ানের অন্যতম জনপ্রিয় ক্লাব অলিম্পিক মার্শেইর ক্ষেত্রে। শনিবার মার্শেই ও রেঁনের মধ্যকার ম্যাচের আগে মার্শেইর অনুশীলনে দলটির সমর্থকরা হামলা করলে স্থগিত করা হয় ম্যাচটি।

বিজ্ঞাপন

মার্শেইর স্থানীয় পুলিশের ভাষ্যমতে, ‘মার্শেইর দলীয় অনুশীলনের সময় সেখানকার অফিসার্সদের ওপর প্রায় ৩০০ মার্শেই সমর্থক হামলা করে। তাদের মধ্যে ২৫জনকে গ্রেফতার করা হয়েছে। সাতজন পুলিশ অফিসার আহত হয়েছে।’

বেশকিছু দিন ধরেই মার্শেই সমর্থকরা ক্লাবের পরিচালনা নিয়ে সন্তুষ্ট ছিল না। ক্লাবের অন্তর্বর্তী ও বাইরের সব ব্যাপারে বেশ অসন্তুষ্ট ছিল সমর্থকরা। যার বহিপ্রকাশ এই হামলা।

এই সামলার পরপরই ক্লাবের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়, ‘এটা খুবই জঘন্যতম একটি কাজ। ক্লাব কোনোভাবেই এই হামলা মেনে নিতে পারে না। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই বর্বর।’

মার্শেই প্রেসিডেন্ট জ্যাকুয়েস হেনরি বলেন, ‘আজ যা ঘটেছে এটা আমাদের ক্লাবের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম দিন। এটা আমাদের সকলের জন্য দুশ্চিন্তা সৃষ্টি করেছে। তারা মার্শেইর সমর্থক দাবি করে কিন্তু তারা আমাদের খেলোয়াড় এবং কর্মকর্তাদের ভয় দেখায় আর ক্লাবের ফ্যাসিলিটিসও ভাঙচুর করেছে।’

ক্লাব অধিনায়ক স্টিভ মান্দানা বলেন, ‘আজকের এই ঘটনাটি আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমরা ফুটবল খেলোয়াড়রা আর খেলাধুলা কখনোই হানাহানি সমর্থন করে না।’

সারাবাংলা/এসএস

অনুশীলনে হামলা অলিম্পিক মার্শেই খেলা স্থগিত ফ্রেঞ্চ লিগ ওয়ান মার্শেই সমর্থকদের হামলা লিগ ওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর