Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী দল আসছে মার্চে

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৯

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দল। সিরিজের প্রতিটি ম্যাচই গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর এর মধ্য দিয়েই করোনার প্রায় এক বছরেরও বেশি সময় পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে রুমানা আহমেদ ও তার দল।

১৭ দিনের সফর শেষে ১৪ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে সফরকারি প্রমিলা ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

সোমবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিজ্ঞপ্তি অনুযায়ি, ২৮ মার্চ ঢাকায় এসে ওই দিনই সিলেট চলে যাবে প্রোটিয়া ইমার্জিং নারী ক্রিকেট দল। এবং সেদিনই তাদের প্রথম কোভিড টেস্ট অনুষ্ঠিত হবে। ২৯-৩১ মার্চ এই তিন দিন তারা টিম হোটেলে কোয়ারেনটাইনে থাকবেন। কোয়ারেনটাইন শেষে ৩১ মার্চ অনুষ্ঠিত হবে তাদের দ্বিতীয় দফার কোভিড টেস্ট।

কোভিড টেস্ট শেষে ১-৩ এপ্রিল পর্যন্ত অনুশীলন শেষে ৪ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি প্রোটিয়া নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচটি ৬ এপ্রিল, তৃতীয়টি ৮ এপ্রিল ও চতুর্থটি ১১ এপ্রিল। ১২ এপ্রিল তৃতীয় দফায় কোভিড টেস্ট শেষে ১৩ এপ্রিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি গড়াবে।

প্রতিটি ম্যাচই সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ইমার্জিং দল টপ নিউজ দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ নারী দল

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর