নতুন শুরুর অপেক্ষায় মুমিনুল
২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫২
চট্টগ্রাম থেকে: মুমিনুল হক কোন তান্ত্রিক বা জাদুকর নন যে জাদু-মন্ত্র বলে রাতারাতি ভাবনাতীত ক্রিকেট খেলে বিশ্বকে চমকে দিবেন। তিনি স্রেফ তার সতীর্থদের নিয়ে ভাল খেলার চেষ্টা করতে পারেন যাতে করে এক বছরেরও বেশি সময় পরে টেস্টে নেমে বিস্মৃত অতীতে ফিরে যেতে না হয়। সেই ভাবনা থেকেই লম্বা বিরতিতে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশীপ খেলেতে নেমে শুরুটা করতে চাইছেন নতুন আঙ্গিকে, যাতে লেগে থাকবে সৌরভ ও গৌরব।
ভারতের বিপক্ষে দুটি, পাকিন্তানের বিপক্ষে একটি; এই তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা নেই। ফলে টেস্ট চ্যাম্পিয়নশীপের লড়াইয়ে আজও পয়েন্টশূন্য বাংলাদেশ। শূন্য মানে আক্ষরিক অর্থেই শূন্যই। তাতে ৯ দলের মধ্যে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে লাল সবুজের দল। এগুলো অবশ্য সবই আগের কথা। আগের বলতে এক বছরেরও বেশি সময়ের। তখনও করোনা নামক মহামারি সংক্রমন ছড়িয়ে বিশ্বকে প্রকম্পিত করে তোলেনি। কিন্তু এটা তো সত্যি যে করোনার পরে গোটা বিশ্বই বদলে গেছে। সেই বদলের জোর হাওয়া লেগেছে বাংলাদেশ দলেও। তাই তো লাল বলের ক্রিকেটে পুরোনো ভুলে নতুন শুরুর দিকে তাকিয়ে টাইগার দলপতি মুমিনুল হক।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ সামনে রেকে তিনি একথা বলেন।
টেস্ট অধিনায়ক বলেন, ‘দেখুন, ওরকম কোনো মন্ত্র নেই (হাসি)। মন্ত্র হলে জাদুমন্ত্র হতে হবে! আসলে এরকম কোনো মন্ত্র নেই। আগে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো আর মনে রাখতে চাই না। অতীত তো অতীতই। আগে যেটা বললাম করোনার পর আমরা নতুন করে শুরু করার চেষ্টা করছি। নতুন করে শুরু করবো এটাই।’
ক্রিকেটে সংশ্লিষ্ট অনেকেই বলেছেন, এক বছর বিরতিতে টেস্ট খেলতে নেমে নিদারুণ চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। যেহেতু দীর্ঘ এই সময়ে লাল বলে একটি ম্যাচও মুমিনুলরা খেলেননি। মুমিনুল অবশ্য বিষয়টি দেখছেন অন্য দৃষ্ঠিকোণ থেকে।
‘এক বছর পর ক্রিকেটে ফেরা এটা সত্যি। আমার কাছে মনে হয় এক বছর পর যেহেতু ফিরছি নতুন করে আরেকটা সুযোগ এসেছে, টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার। এটাকে সুযোগ হিসেবেই দেখছি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু চ্যালেঞ্জ তো থাকেই। ওটার চাইতে আমি যে জিনিসটা ভাবছি, আমরা দল হিসেবে ভালো পারফর্ম করার, নতুন করে শুরু করার সুযগ পাচ্ছি।’
বুধবার (২ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।