করোনায় আক্রান্ত রিয়াল সভাপতি পেরেজ
২ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। স্পেনের স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে আছেন রিয়াল সভাপতি।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ৭৩ বছর বয়সী পেরেজের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে প্রেসিডেন্টের শরীরে কোনো উপসর্গ নেই বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
রিয়াল মাদ্রিদের করোনা তালিকা দিনকে দিন শুধু বাড়ছেই। এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন দলটির তারকা ফুটবলার ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড, মিডফিল্ডার কাসেমিরো, ডিফেন্ডার মিলিতাও, নাচো ফের্নান্দেজ। রিয়ালের প্রধান কোচ ও দলটির সাবেক কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানও করোনায় আক্রান্ত হয়ে পড়েন কিছুদিন আগে।
মাদ্রিদের দলটি নতুন বছরে মাঠেও বেশ ভুগছে। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে জিদানের দল। মাঠে এবং মাঠের বাইরের দুর্দশা নিয়ে স্পেনের অন্যতম সেরা ফুটবল ক্লাবটি কঠিন সময়ই পার করছে।