মধ্যাহ্ন বিরতির পরে নামতে পারেন সাকিব
৫ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৫৭
চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে দলছুট সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের শেষ সেশনে বাঁহাতি এই টাইগারের কুঁচকির চোট মাথাচাড়া দিয়ে উঠলে সতর্কতার অংশ হিসেবে তাকে মাঠে থেকে উঠিয়ে নেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এরপর থেকে ছিলেন ফিজিওর পর্যবেক্ষণে। কথা ছিল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে তার ইনজুরি মূল্যায়ন করে এরপর সিদ্ধান্ত নেয়া হবে যে তিনি চলতি টেস্টে আর খেলতে পারবেন কি না।
কিন্তু এদিন সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসে দেখা গেল, ফিল্ডিংয়ে নামেননি সাকিব। তবে তিনি মাঠেই আছেন। কিন্তু তার কী অবস্থা তা খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল ইউনিটও জানাতে পারেনি। তবে নির্বাচকমন্ডলীর সদস্যরা আশা করছেন মধ্যাহ্ন বিরতির পরে তিনি নামতে পারেন।
সকালে সাকিব প্রসঙ্গে সারাবাংলার সঙ্গে বিসিবি’র চিকিৎসক মনজুর হোসেন চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি জানান, ‘সাকিব মাঠে আছে। কিন্তু খেলবে কিনা জানি না। কারণ দলের ফিজিও আমাদের ওর ব্যথা নিয়ে কিছু জানায়নি।’
তবে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, ‘ব্যথা তো আছেই। আজকে ওর একটা এমআরআই করা হবে। আশা করছি লাঞ্চের পরে ও নামতে পারবে।’
সাকিবের বদলি হিসেবে ফিল্ডিং করছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি।
গতকাল চট্টগ্রাম টস্টের দ্বিতীয় দিনের চা বিরতির পর নিজেদের বোলিংয়ে ইনিংসের সময় স্বস্তি অনুভব করছিলেন না সাকিব আল হাসান। কুঁচকির পুরোনো চোট মাথাচাড়া দিয়ে উঠালে ব্যথা নিয়েও ৬ ওভার বোলিং করেন সাকিব। ছয় ওভারে একটি মেইডেনে মাত্র ১৬ রান দেন তিনি, যদিও নিতে পারেননি কোনো উইকেট। আর এরপরেই অস্বস্তি থাকায় মাঠ থেকে বেরিয়ে যান এই টাইগার বাঁহাতি স্পিনার।
সারাবাংলা/এমআরএফ/এসএস