আঙুলে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন তামিম
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৮
চট্টগ্রাম থেকে: ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসর ২৯তম ওভারের কথা। মেহেদি হাসানের মিরাজের শেষ বলে শর্ট কাভার অঞ্চলে ড্রাইভ খেলেছিলেন কাইল মায়ার্স। বাতাসে ভেসে বলটি চলে গিয়েছিল সেখানে অবস্থানরত ফিল্ডার তামিম ইকবালের কিছুটা সামনে। তা লুফে নিতে তামিম ড্রাইভ দিলেন ঠিকই কিন্তু হাতে পেলেন না। কিছুক্ষণ শুয়ে থেকে বাঁ হাতের আঙুল চেপে ধরলেন। সতীর্থরাও সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে গেলেন। ততক্ষণে বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো এসে পড়েছেন। ব্যথায় কাতরাচ্ছিলেন তামিম। খানিক বাদে তাকে নিয়ে বেরিয়ে গেলেন মাঠ ছেড়ে।
শনিবার (৬ ফেব্রয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের শেষ সেশনে এভাবেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় এই টাইগার ওপেনারকে। তার বদলি হিসেবে মাঠে নামেন সাইফ হাসান। ততক্ষণে অবশ্য সফরকারি উইন্ডিজদের তিন উইকেট পড়ে গেছে।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্যে নামা ক্যারিবিয়দের টপ তিন অর্ডারের তিন ব্যাটসম্যানকেই ক্রিজ ছাড়া করেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার ঘূর্ণি জাদুতে ইনিংসের শুরুতেই ব্যক্তিগত ২৩ রানে এলবি’র ফাঁদে পড়েন জন ক্যাম্পবেল। ২০ রানে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে তুলে দেন সাকিবের বদলি হিসেবে নামা ইয়াসির আলী চৌধুরীর নিরাপদ তালুতে। আর ১২ রানে শেইন মোসলেকে ফেলেন এলবি’র ফাঁদে।
দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৩০ ও ২২৩/৮ ডিক্লে। আর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৫৯ ও এই প্রতিবেদন লেখা পর্য়ন্ত ১০৩/৩।
১২ রানে অপরাজিত আছেন এনক্রুমা বোনার ও কাইল মায়ার্স ৩৬ রানে।
সারাবাংলা/এমআরএফ/এসএস
আঙুলে চোট তামিম ইকবাল প্রথম টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ