Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম দিন সহজ হবে না— বলছেন রাকিম

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ২০:০০

চট্টগ্রাম থেকে: সাগরিকার উইকেটে কী ভয়ংকর বাঁক, তা বেশ ভালো করেই অনুধাবন করেছেন রাকিম কর্নওয়াল। তাছাড়া তিনি নিজেই যেহেতু স্পিনার, সেহেতু উইকেট সম্পর্কে তার সম্যক ধারণা থাকাটাই সঙ্গত। সাপের ফণার ছোবলে ফোঁস ফোঁস করে বল ঢুকছে স্ট্যাম্পে। দ্বিতীয় ইনিংসে যেখানে আড়াইশ রান তুলতেই ঘাম ছুটে গেছে ডমিঙ্গো শিষ্যদের, পঞ্চম দিনে সেখানে ব্যাট হাতে তাদের উইকেটে টিকে থাকা মোটেই সহজ বলে না সাফ জানিয়ে দিলেন এই ক্যারিবিয় অফ স্পিনার।

বিজ্ঞাপন

চতুর্থ দিন শেষে উইকেটে আছেন অতিথিদের দুই ব্যাটসম্যান এনক্রুমা বোনার (১৫) ও কাইল মেয়ারস (২৯)। দুই থিতু ব্যাটসম্যানকে পঞ্চম দিনে শুরুটা ভালো করতে হলে স্পিনারদের সতর্ক হাতে মোকাবিলা করে দিনের প্রথম সেশন কাটিয়ে দিতে হবে বলেও মনে করেন এই ক্যারিবিয়।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দিনের খেলা শেষে তিনি এ কথা জানান।

রাকিম বলেন, ‘ক্রিজে আমাদের দুই সেট ব্যাটসম্যান আছে। কাল তাদের শুরুটা ভালো করতে হবে। দিনের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ এবং আমরা সেখান থেকেই ভালো কিছু নিতে পারি। যদি আমরা সেখান থেকে নিতে পারি তাহলে সেশন বাই সেশন খেলা সহজ হবে। তবে আমার মনে হয় না পঞ্চম দিন ব্যাটিং করা সহজ হবে।’

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় তারা সবাই ভালো বল করেছে। আমাদের কেউই তাদের বিপক্ষে ঠিক করে দাঁড়াতে পারেনি। এই ছেলেরা সবাই পরীক্ষীত বোলার এবং সঠিক জায়গায় বল করেছে। আমাদের তাদের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়াতে হবে এবং ব্যাটিং সামর্থ্য দেখাতে হবে।’

চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিন শেষে সফরকারিদের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ম্যাচ জিততে পঞ্চম দিনে ক্রেইগ ব্র্যাথওয়েটদের প্রয়োজন আরও ২৮৫ রান।

দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৩০ ও ২২৩/৮ রান (ডিক্লে)। প্রথম ইনিংসে উইন্ডিজদের সংগ্রহ ২৫৯ রান।

সারাবাংলা/এমআরএফ/এসএস

চতুর্থ দিন শেষ প্রথম টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করা কঠিন হবে রাকিম কর্নওয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর