Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেপুটি হিসেবে রিয়াদ ভাই ভালো হবেন: সাকিব


১১ ডিসেম্বর ২০১৭ ১৮:২৮

সারাবাংলা ডেস্ক

মুশফিকুর রহিমকে সরিয়ে সাদা পোশাকে টাইগারদের নেতৃত্বভার দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। নতুন দায়িত্ব পাওয়ার পর সাকিব মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানেই জানালেন, দেশে কিংবা দেশের বাইরের প্রতিটি টুর্নামেন্ট বা সিরিজই কঠিন।

সোমবার (১১ ডিসেম্বর) সাকিব গণমাধ্যমকে জানান, ‘আমাদের জন্য দেশে হোক কিংবা বিদেশে হোক প্রতিটি সিরিজই কঠিন। হয়তো দেশে একটু স্বস্তি বোধ করি আমরা। বিদেশে যেহেতু সাফল্য নেই, সেহেতু আমাদের জন্য কঠিন হয়ে যায়। একই সঙ্গে এটাও সুযোগ ভালো কিছু করার। কেউ না কেউ তো ভালো শুরু করবে। যদি ভালোটা শুরু হয়, তাহলে খারাপ কী?’

এর আগেও সাকিবকে টেস্টের দলপতির দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবারো তাকে এই মর্যাদা ফিরিয়ে দেওয়া হলো। আগেরবার দুই বছরে সাকিবের অধীনে বাংলাদেশ ৯টি টেস্ট খেলেছিল। তাতে হেরেছিল ৮টি ম্যাচেই।

নেতৃত্বে এবার কি আগের সাকিবকে দেখা যাবে? গণমাধ্যমের এমন প্রশ্নে টাইগারদের টি-টোয়েন্টির দলপতি জানালেন, ‘আমাদের যে দল আছে, আমরা যেভাবে খেলছি, অনেক কিছু করা সম্ভব। আর আগের সাকিবের সঙ্গে এখনকার সাকিবের মধ্যে পার্থক্য কী আছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন।’

গণমাধ্যমে সাকিব কথা বলেছেন সদ্য বিদায়ী কোচ হাথুরুসিংহকে নিয়ে। কথা বলেছেন নতুন ডেপুটি হিসেবে পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও। বিদায় নেওয়ার আগে লঙ্কান কোচ হাথুরুসিংহে সাকিবের ছয় মাসের টেস্ট বিরতিকে ভালোভাবে নেননি বলে জানিয়েছিলেন। এ প্রসঙ্গ উঠতেই সাকিব জানান, ‘একেকজনের ব্যক্তিগত মতামত একেক ধরনের। এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না।’

সাকিব যোগ করেন, ‘ডেপুটি হিসেবে রিয়াদ ভাই ভালো হবেন। কারণ আমরা বেশ কয়েকজনই আছি, যারা দলের নেতা এবং যে কোনো সিদ্ধান্তই আমরা একসঙ্গে মিলে নেই। কেউ অধিনায়ক না হলেও আমরা মাঠে তার সিদ্ধান্ত নিয়ে থাকি। একটা ম্যাচে সবার সাহায্যই দরকার। আর রিয়াদ ভাই তো কয়েক বছর ধরেই বিপিএলে ভালো অধিনায়কত্ব করছে। নেতৃত্বগুণ উনার ভেতর অনেক আগে থেকেই আছে। আমার কাছে মনে হয়, আমার জন্য কাজটি সহজ হবে। আর এখন বেশির ভাগ ক্রিকেটাররাই ভালো পারফর্ম করছে। সতীর্থরা যখন পারফর্ম করে, অধিনায়কের ওরকম কোনো কাজই থাকবে না। আশা করি সবাই মিলে ভালো করবে। সবাই মিলে ভালো করলেই দল ভালো করবে।’

সারাবাংলা/এমআরপি/১১ ডিসেম্বর ২০১৭


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর