Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোকে হারিয়ে দশক সেরা ফুটবলার মেসি

স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩২

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বিভিন্ন সময়ে নিজেদের এই দুই কিংবদন্তি নিয়ে গেছেন আলোচনার ঊর্ধ্বে। তবে দুইজনের সমর্থকদের মধ্যে রয়ে গেছে এক তুমুল বিতর্ক। কারও কাছে মেসি সেরা তো কারও কাছে রোনালদো। এবারে এবার ফুটবল ইতিহাস ও পরিসংখ্যানবিষয়ক আন্তর্জাতিক ফেডারেশনের জরিপে রোনালদোকে পেছনে ফেলে দশকের সেরা খেলোয়াড়ের তকমা নিজের করে নিয়েছেন মেসি।

বিজ্ঞাপন

এই দুই কিংবদন্তির দ্বৈরথ গোটা ফুটবল বিশ্ব দেখেছে গত প্রায় দুই দশক ধরে। যার মধ্যে একবার রোনালদো এগিয়ে যান তো একবার মেসি। একদিন মেসি নতুন কোনো রেকর্ড ভাঙেন আবার অন্যদিন রোনালদো গড়ে ফেলেন নতুন কোনো রেকর্ড। ব্যক্তিগত কিংবা ক্লাবের শিরোপার হিসাব করলে দেখা মেলে এগিয়ে আছেন লিওনেল মেসিই। আবার গোল ও আন্তর্জাতিক শিরোপার হিসাব টানলে দেখা মেলে ক্রিস্টিয়ানো রোনালদো মেসিকে পেছনে ফেলেছেন।

বিজ্ঞাপন

এদিকে পরিসংখ্যানবিষয়ক আন্তর্জাতিক ফেডারেশনের জরিপ অনুযায়ী জানা গেছে, গত দশকের, অর্থাৎ ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় বার্সেলোনা ও আর্জেন্টিনার লিওনেল মেসি। সংস্থাটি ১০ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে শীর্ষস্থান দুটিতে মেসি, রোনালদো ছাড়াও আছেন ইনিয়েস্তা, নেইমার, রামোস, নয়্যার, লেভান্ডোফস্কি, মদ্রিচ, বুফন, ইব্রাহিমোভিচ।

শীর্ষে মেসি, এরপর রোনালদো আর তারপরেই জায়গা করে নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। চারে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান সেনশন নেইমার জুনিয়র। আর নেইমারের পরে পাঁচে আছেন স্প্যানিশ গ্ল্যাডিয়েটর খ্যাত ডিফেন্ডার সার্জিও রামোস। এরপর একে একে আছেন ম্যানুয়েল নয়্যার, রবার্ট লেভান্ডোফস্কি, জিয়ানলুইজি বুফন ও ইব্রাহিমোভিচ। শেষ স্থানটা রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ।

২০১৮ সালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে ব্যালন ডি অর জিতেছিলেন লুকা মদ্রিচ।

সারাবাংলা/এসএস

ক্রিস্টিয়ানো রোনালদো দশক সেরা ফুটবলার লিওনেল মেসি

বিজ্ঞাপন

গরমে আরামের পানীয়
২৮ এপ্রিল ২০২৫ ১৯:৩৮

আরো

সম্পর্কিত খবর