Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মতুষ্টিতে ভুগতে চায় না ওয়েস্ট ইন্ডিজ


১০ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৮

চট্টগ্রাম টেস্টটা নিশ্চয় অনেকদিন মনে রাখবে ওয়েস্ট ইন্ডিজ। বেশ কয়েকজন সেরা ক্রিকেটারকে রেখে বাংলাদেশ সফরে আসা ক্যারিবিয়ানরা ম্যাচের প্রথম চার দিন অনেকটাই পিছিয়ে ছিল। কিন্তু অভিষিক্ত কাইল মায়ার্সের বিস্ময়কর ব্যাটিংয়ে পঞ্চম দিনে এসে পাশার দান উল্টে গেল! দুই সেশনে বাংলাদেশকে ভেঙে চুরমার করে অবিশ্বাস্য এক ম্যাচ জয়ের ইতিহাস রচনা করেছেন ক্যারিবিয়ানরা। তবে অবিস্মরণীয অমন জয়ের আত্মতৃপ্তিতে ভুগে ভুল করতে চায় না ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

আগামীকাল (১১ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই ম্যাচেও দারুণ ক্রিকেট খেলে সিরিজ জয় নিশ্চিত করতে চান সফরকারীরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট আজ সেটাই বলতে চাইলেন।

ব্র্যাথওয়েট বলেন, ‘হ্যাঁ, আমরা দুর্দান্ত একটা জয় পেয়েছি ঠিকই কিন্তু আমাদের আবারও নতুন করে শুরু করতে হবে। আমাদের পা মাটিতেই রাখতে হবে এবং আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। আমাদের আবারও লড়াইয়ে নামতে হবে।’

মিরপুরের পিচ নিয়েও কথা বলেছেন সফরকারী অধিনায়ক। চট্টগ্রামে টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন প্রত্যাশা মাফিক টার্ন পাননি স্পিনাররা। পঞ্চম দিনে বাংলাদেশকে বিষয়টা বড্ডই ভুগিয়েছে। কিন্তু অতীত বলছে মিরপুরের পিচ বরাবরই স্পিনবান্ধব। সে হিসেবে ম্যাচের শেষভাগে হয়তো স্পিন রাজত্ব ভালোভাবেই দেখা যাবে।

ব্র্যাথওয়েট বলেন, ‘এই পিচ অনেক শুষ্ক। শুষ্কতার দিক দিয়ে উইকেট প্রথম ম্যাচের মতোই মনে হচ্ছে। অথবা এটি সম্ভবত প্রথম টেস্টের উইকেটের চেয়েও ধীরগতির হবে।’

তেমনটা হলে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশের ঘুড়ে দাঁড়ানো নির্ভর করবে তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসানদের ওপর। ওয়েস্ট ইন্ডিজ দলে ঘুর্ণি জাদু দেখানো দায়িত্বে আছেন রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিকান।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ক্রেইগ ব্র্যাথওয়েট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর