Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচক হিসেবে কাজ শুরু করেছেন রাজ্জাক


১১ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১১

জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন আগেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবম বোর্ড সভায় নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গী হিসেবে আব্দুর রাজ্জাককে চূড়ান্ত করেছে টাইগার ক্রিকেট প্রশাসন। এবার শুরু হল তার আনুষ্ঠানিক যাত্রা। বাংলাদেশ দলের সাবেক বাঁহাতি স্পিনার ইতোমধ্যেই টাইগারদের নির্বাচক হিসেবে কাজ শুরু করে দিয়েছেন। সব ঠিক থাকলে দু এক-দিনের মধ্যে নিয়োগপত্রও হাতে পেয়ে যাবেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন এসেছিলেন রাজ্জাক। প্রেসিডেন্ট বক্সে থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে পরিচিতি পর্ব সেরেছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশার সুমন ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ম্যাচ চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান আকরাম খান।

তিনি বলেন, ‘রাজ্জাক আজকে এসেছে, কথা হয়েছে। ইতোমধ্যে সে মোটামুটি নির্বাচন প্রক্রিয়ায় ঢুকেও পড়েছে। কাজ শুরু করে দিয়েছে। কথাবার্তা হয়ে গেছে। নিয়োগপত্র পেতে ক্গজে কলমে হয়ত দু এক দিন সময় লাগবে। কিন্তু সে নিশ্চিত। আজকে অন্য দুই নির্বাচক, বোর্ড প্রেসিডেন্ট, আমার সঙ্গেও অনেকক্ষণ আলাপ আলোচনা হয়েছে। আমরা খুব খুশি ওর মত একজন প্লেয়ার সিলেকশন প্যানেলে এসেছে। আশা করছি আমাদের প্যানেল আরও শক্তিশালি হবে।’

২০১৭ সালের আগস্ট থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন নির্বাচকের কাজ করে আসছিলেন। এর আগে তৃতীয় নির্বাচক ছিলেন সাজ্জাদ আহমেদ শিপন। কাজের জায়গা বৃদ্ধি পাওয়ায় তৃতীয় নির্বাচকের চাহিদা তৈরী হয়েছিলো। কেননা জাতীয় দল, ‘এ’ দল, এইচপি টিমদলসহ জাতীয় লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএলের দল নির্বাচনে নির্বাচকদের কাজ করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেরও খোঁজ রাখতে হয়। ফলে তৃতীয় নির্বাচকের খোঁজে ছিলো বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। আর সেই খোঁজে তাদের প্রথম পছন্দ ছিল আব্দুর রাজ্জাক। এবং শেষ পর্যন্ত তাকেই চূড়ান্ত করেছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা।

অবশ্য প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনোও অবসরে যাননি আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটসংখ্যায় সবার ওপরে তিনি (৬৩৪)।

আব্দুর রাজ্জাক বিসিবি মিনহাজুল আবেদীন নান্নু হাবিবুল বাশার সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর