Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে দাঁড়াতে ‘পিচ ফাউন্ডেশনে’র যাত্রা শুরু


১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩০

দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে দাঁড়াতে আনুষ্ঠাানিক যাত্রা শুরু করল পিচ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে এমনসব মানুষকে সম্মানিত করা হবে যারা জীবনের একটি বড় অংশ দেশের ক্রিকেটের উন্নয়নে ব্যয় দিয়েছেন। তাদের দুঃসময়ে সাহায্যের হাত প্রসারিত করবে সংগঠনটি। তিনি হতে পারেন খেলোয়াড়, আম্পায়ার, কোচ, সংগঠক, মাঠকর্মী, ক্রীড়া সাংবাদিক কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কেউ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টার সংলগ্ন ১ নং প্লাজায় আনুষ্ঠানিকতার মধ্য যাত্রা শুরু করে অলাভজনক এই সংগঠনটি। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ফাউন্ডেশনের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

উদ্বোধনের দিনেই আর্থিক সম্মাননা সহ স্মারক প্রদান করা হয় বেশ কয়েকজন নিবেদিত প্রাণকে, যাদের কাছে বাংলাদেশ ক্রিকেট সবসময়ই ঋণী।

মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটের উন্নতির জন্য যারা অবদান রেখেছেন তাঁদেরকে সম্মাননা ও দুজনকে আর্থিক সহায়তা দিয়েছে। আবাহনীর প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র শহীদ শেখ কামালকে মরোনোত্তর সম্মাননা জানিয়েছে পিচ ফাউন্ডেশন। তার পক্ষ থেকে ক্রেস্ট গ্রহন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সাবেক ক্রিকেটার এবং প্রধান নির্বাচক মরহুম ডাঃ মাজহারুল ইসলাম দামাল, বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম কোচ মরহুম চাঁন্দ খান, আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম আম্পায়ার মরহুম বজলুর রশিদ, বাংলাদেশের ক্রিকেটের প্রথম কিউরেটর এমএ লতিফ, জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক মরহুম শামিম কবিরকে মরোনোত্তর সম্মাননা সম্মাননা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জীবদ্দশায় পিচ ফাউন্ডেশনের সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান ও ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু। পিচ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই লক্ষ্য টাকার চেক তুলে দেওয়া হয়েছে আম্পায়ার সৈয়দ আব্দুল আহাদ ঝুনুর হাতে।

আর জাতীয় দলের সাবেক সহকারী কোচ মরহুম আব্দুল হাদী রতনের পক্ষ থেকে চেক গ্রহণ করেন তাঁর স্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস, নাইমুর রহমান দুর্জয় ও পিচ ফাউন্ডেশনের সভাপতি মাহবুব আনাম এবং সেক্রেটারি ওবেদ নিজাম।

'চতুর্থ শিল্প বিপ্লব ও ডিজিটাল বাংলাদেশ পিচ ফাউন্ডেশন বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর