Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০ বছরে কিছুই শিখেনি বাংলাদেশ’


১৪ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৪

বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে সেই ২০০০ সালে। দেখতে দেখতে বিশটা বছর পেরিয়ে গেছে, তবুও এই সংস্করণে ক্রিকেটপাগল দেশটি যেন এখনো আনকড়া! টেস্ট ক্রিকেটার তৈরি করতে পারেনি বাংলাদেশ, টেস্ট কীভাবে খেলতে হয় সেটাই যেন আয়ত্ব করতে পারেনি! টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলে দিলেন, গত বিশ বছরে আসলে কিছুই শিখেনি বাংলাদেশ।

২০১৬ ও ২০১৭ সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে হারিয়ে শততম টেস্টে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দেওয়া বাংলাদেশ টেস্টেও ভালো করার সম্ভাবনা দেখাচ্ছিল। কিন্তু সেই সম্ভাবনা গত আড়াই বছরে উধাও।

বিজ্ঞাপন

জিম্ববুয়ের বিপক্ষে টেস্ট হারতে হয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে হারতে হয়েছে ২২৪ রানে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টেস্টের কলঙ্ক ফুটে উঠল ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলটার বিপক্ষেই কিনা দেশের মাটিতে হোয়াইটওয়াশ হতে হলো! আজ মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের পর হতাশা গোপন করতে পারলেন না মুমিনুল।

বলছিলেন, ‘আসলেই ২০ বছর হয়ে গেছে…। তবে আমার মনে হয় ওইভাবে কোনো উন্নতিই হয়নি। উন্নতির শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ থাকে। আমরা যতদিন খেলব, যতদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব, ততদিন উন্নতি করতে হবে।’

ঢাকা টেস্টে ২৩১ রানের টার্গেট পেয়েও জিততে পারেনি বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ছিল ৩৯৫ রানের। তবুও ম্যাচ জিততে পারেনি মুমিনুল হকের দল। টেস্ট খেলাটা কবে ধরতে পারবে বাংলাদেশ? সেই উত্তর হয়তো মুমিনুলের কাছেও নেই। তবে কী করতে হবে সেটা ঠিক জানেন, ‘ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার অভ্যাস গড়তে হবে। লম্বা সময় ধরে ব্যাটিং করার অভ্যাস তৈরি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই। ব্যাটসম্যানরা যদি তিন-চার সেশন ব্যাটিং করতে পারে, তাহলে টেস্ট দলের জন্য সহজ হবে।’

বিজ্ঞাপন

আজ ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। তবুও না পারার ব্যাখ্যায় মুমিনুলের ভাষ্য, ‘নির্দিষ্ট কোনো কারণ নেই। হয়তো আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু কঠিন উইকেট থাকলে সেটি মানিয়ে নিতে হবে। খুব বেশি বাউন্সও ছিল না। কর্নওয়াল কিছু বাউন্স পেয়েছে তাঁর উচ্চতার জন্য। আমাদের মানিয়ে নেওয়া উচিত ছিল। সেটা আমরা করতে পারেনি। যার কারণে দ্বিতীয় টেস্টটা হাত থেকে চলে গেছে।’

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মুমিনুল হক

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর