ফের ইউনাইটেডের হোঁচট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৯:২৪
হঠাৎ-ই যেন পথ হারিয়ে বসল ম্যানচেস্টার ইউনাইটেড! সর্বশেষ ছয় ম্যাচে ইউনাইটেডের জয় মাত্র দুটি। কাল রাতে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ব্রুমকেও হারাতে পারেনি ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী ক্লাবটি। শুরুতেই পিছিয়ে পড়া ইউনাইটেড ১-১ গোলের ড্র করে পয়েন্ট হারিয়েছে।
তবুও অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরেই আছেন ইউনাইটেড। ৪২ ম্যাচে উলে গুনার সুলশারের দলের পয়েন্ট ৪৬। শীর্ষে যথারীতি ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে পেপ গার্দিওলার দলের পয়েন্ট ৫৩।
ওয়েস্ট ব্রুমের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইউনাইটেড। হঠাৎ আক্রমণে গোল পেয়ে যায় স্বাগতিকরা। গ্যালাগারের ক্রসে হেড করে ওয়েস্ট ব্রুমকে এগিয়ে নেন মাবিয়া দিয়াগনে। পরের সময়টাতে ম্যাচে ইউনাইটেডের দাপটই ছিল। বলের দখল ধরে রেখে গোলের খোঁজ করেছে ইউনাইটেড। কিন্তু জয় পায়নি দলটি।
২৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের ক্রস ধরে দারুণ এক শট নিয়েছিলেন অ্যান্থনি মার্শিয়াল। কিন্তু বল পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। বিরতির আগ মুহূর্তে ম্যানচেস্টারের দলটিকে সমতায় ফেরান ব্রুনো ফের্নান্দেজ। লুক শ’র ক্রসে দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার।
৬৩ মিনিটে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরে সিদ্ধান্ত বদলে যায়। ৭১ মিনিটে ইউনাইটেডকে হতাশ করেছেন ওয়েস্ট ব্রুম। ম্যাসন গ্রিনউডের শট ওয়েস্ট ব্রুম গোলরক্ষক ফেরালে বল পেয়ে যান স্কট ম্যাকটমিন। কিন্তু তার শটও রুখে দেন এক ডিফেন্ডার। ম্যাচের শেষ সময়ে গোল পেতে পেতে পাননি ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুইরা। তার হেড গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে প্রতিহত হয়েছে। যাতে শেষ পর্যন্ত ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেডকে।