পাকিস্তানের একশ জয়ের রেকর্ড
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৪
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ জয়ের চূড়ায় উঠে বসল পাকিস্তান। গতকাল দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচ সিরিজের শেষটিতে হারিয়ে অসাধারণ এই মাইলফলক স্পর্শ করেছে বাবর আজমের দল।
টি-টোয়েন্টিতে বরাবরই সফল পাকিস্তান কাল ১৬৪তম ম্যাচ খেলতে নেমে ১০০তম জয়ের দেখা পেয়েছে। এই ফরম্যাটে একশ জয় পাওয়া প্রথম দল পাকিস্তান। জয়ের হিসেবে দুই নম্বরে থাকা ভারত আছে অনেকটাই পিছিয়ে। ১৩৭ ম্যাচে ভারতের জয় ৮৫টি। পঞ্চাশের বেশি জয় আছে দক্ষিণ আফ্রিকা (১২৭ ম্যাচে ৭১ জয়), অস্ট্রেলিয়া ( ১৩১ ম্যাচে ৬৯ জয়), নিউজিল্যান্ড (১৩৭ ম্যাচে ৬৫ জয়), ইংল্যান্ড (১২৪ ম্যাচে ৬৪ জয়), শ্রীলঙ্কা (১২৮ ম্যাচে ৫৯ জয়) আফগানিস্তান (৮১ ম্যাচে ৫৫ জয়) ও ওয়েস্ট ইন্ডিজ (১২৭ ম্যাচে ৫৪ জয়)। টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৩২টি। ৯৬ ম্যাচ খেলে এই সংখ্যাক ম্যাচ জিতেছে বাংলাদেশ।
একশ জয়ের রেকর্ডের দিন কাল সিরিজ জয়ও নিশ্চিত করেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে একটি করে জিতেছিল দুই দল। কাল সিরিজ নির্ধারনি ম্যাচে চার উইকেটে জিতেছে পাকিস্তান।
প্রথমে ব্যাটিং করতে নেমে ৬৫ রানে সাত উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ১৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ডেভিড মিলারের ঝড়ো সেঞ্চুরিতে। ছয়ে নেমে মাত্র ৪৫ বল খেলে ৫টি চার ৭টি ছয়ে ৮৫ রান করেন মিলার।
পরে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমদের ব্যাটে পাকিস্তানের শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু মাঝখানে টপাটপ কিছু উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। শেষ দিকে ৭ বলে ২০ রান করে শঙ্কা কাটিয়ে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন হাসান আলি। বাবর আজম তিনে নেমে ৩০ বলে ৪৪ রান করেন। ৩০ বলে ৪২ রান করেন মোহাম্মদ রিজওয়ান।
ডেভিড মিলার পাকিস্তান ক্রিকেট পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সফর বাবর আজম