রাতে ফিরে যাচ্ছে ক্যারিবীয়রা
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৮
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সফল সিরিজ শেষে আজ রাতে দেশের বিমান ধরছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সোমাবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইট যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে ক্যারিবীয়রা।
এদিন সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াশিম খান।
টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানেডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে গত ১০ জানুয়ারি ঢাকায় পা রেখেছিল ফিল সিমন্স শিষ্যরা। সিরিজের শুরুটা অবশ্য প্রত্যাশিত রঙে রাঙাতে পারেননি অতিথিরা। ডমিঙ্গো শিষ্যদের কাছে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে হয় হোয়াইটওয়াশ। কিন্তু সাদা পোষাকের ক্রিকেটে ঘুরে দাঁড়ায় প্রবল বিক্রমে।
৩-৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের টেস্টের প্রথমটিতে মুমিনুলদের বিপক্ষে ৩ উইকেটে জয়ের পর ১১-১৫ ফেব্রুয়ারি অবধি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ান দ্বিতীয় টেস্ট এক দিন বাকি থাকতেই ১৭ রানে জিতে নেয়। ফলে ২-০ সিরিজ হারে বাংলাদেশ।
২০১২ সালের পর এই প্রথম লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো টিম টাইগার্স। কাকতালীয়ভাবে ওই টেস্টের প্রতিপক্ষও ছিল এই ওয়েস্ট ইন্ডিজ।
সারাবাংলা/এমআরএফ/এসএস
ওয়েস্ট ইন্ডিজ দল টেস্ট সিরিজ ফিরে যাচ্ছে উইন্ডিজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ