Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভারটনকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৫৩

ইংলিশ ফুটবলের ইতিহাস গতরাতে নতুন করে লিখেছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে বছরের প্রথম ১০ ম্যাচেই জিতল ম্যানচেস্টার সিটি। ১৯০৬ সালে বোল্টন ওয়ানডারার্স ও ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ৯টি করে জয় ছিল আগের রেকর্ড। এভারটনকে তাদেরই ঘরের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে নতুন এই রেকর্ড লেখে সিটিজেনরা।

গেল মৌসুমে দুর্দান্ত লিভারপুলের কাছে শিরোপা হাতছাড়া করে সিটি। আর তাই তো নতুন মৌসুমে আবারও শিরোপা পুনরুদ্ধারে নামে সিটি কোচ পেপ গার্দিওলা। সেই লক্ষ্যে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছে সিটি। লিগের শীর্ষ স্থান দখলে রেখেছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে।

বিজ্ঞাপন

বুধবার এভারটনের মাঠ গুডিসন পার্কে ৩-১ গোলের ব্যবধানে জিতেছে সিটি। ফিল ফোডেনের গোলে এভারটন পিছিয়ে পড়ার খানিক পরেই সমতা টানেন রিচার্লিসন। তবে দ্বিতীয়ার্ধে আর ফেভারিটদের আটকাতে পারেনি তারা। সিটির পরের গোল দুটি করেন রিয়াদ মাহরেজ ও বার্নার্দো সিলভা।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলে লিগে টানা ১২ ম্যাচ জিতল সিটি।

ম্যাচের ৩২তম মিনিটে কিছুটা সৌভাগ্যপ্রসুত গোলে এগিয়ে যায় সিটি। রিয়াদ মাহরেজের ক্রস ডিফেন্ডার মাইকেল কিন হেডে ঠেকাতে গিয়ে উল্টো বল তুলে দেন ফোডেনের পায়ে। তরুণ ইংলিশ মিডফিল্ডারের শট সামনে একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। খেলার ধারার বিপরীতে পাঁচ মিনিট পর সমতা টানে এভারটন। লুকাস দিনিয়ের জোরালো ভলিতে বল পোস্টে লেগে গোলমুখে ছুটে যাওয়া রিচার্লিসনের গায়ে লেগে জালে জড়ায়।

ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা সিটি আক্রমণেও আধিপত্য করে। দ্বিতীয়ার্ধে তাদের তেমন কোনো পরীক্ষাতেও ফেলতে পারেনি এভারটন।

বিজ্ঞাপন

৬৩তম মিনিটে ১৮ গজ দূর থেকে বাঁকানো শটে ফের দলকে এগিয়ে নেন আলজেরিয়ার মিডফিল্ডার মাহরেজ। আর ৭৭তম মিনিটে প্রায় একই দূরত্ব থেকে দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার সিলভা।

এই জয়ে ২৪ ম্যাচে ১৭টি জয় ও পাঁচ ড্র আর দুই হারে সিটির পয়েন্ট ৫৬। ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৬। ইউনাইটেডের সমান ৪৬ পয়েন্ট নিয়েই তিনে লেস্টার সিটি। চার নম্বরে থাকা চেলসির পয়েন্ট ৪২।

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানুচেস্টার সিটি বনাম এভারটন সিটির জয়

বিজ্ঞাপন

৪ জেলার বইছে মৃদু তাপপ্রবাহ
৯ এপ্রিল ২০২৫ ১৬:৪০

আরো

সম্পর্কিত খবর