Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটা অঙ্কে ফের সাকিবকে কিনল কলকাতা

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৫

আবারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলবেন সাকিব আল হাসান। নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে প্রথম ডাকেই বাংলাদেশি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে চেন্নাইয়ে শুরু হয়েছে ২০২১ সালের আইপিএল নিলাম। নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও সাইফুদ্দিনের নামও আছে। সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এটাই ছিল সর্বোচ্চ ভিত্তিমূল।

বিজ্ঞাপন

কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিবের আইপিএল যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে। সেখানে টানা ছয় মৌসুম খেলে দুটি শিরোপা জেতেন বাংলাদেশি অলরাউন্ডার। ২০১৮ সালে গিয়ে সম্পর্কে ছেদ পড়ে। সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। পরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুই মৌসুম খেলেছেন বাংরাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। সব মিলিয়ে কলকাতা ও হায়দ্রাবাদের হয়ে টুর্নামেন্টে ৬৩ ম্যাচ খেলে ৭৪৬ রান ও ৫৯ উইকেট নিয়েছেন সাকিব।

নিষেধাজ্ঞার কারণে আইপিএলের গত মৌসুমে খেলতে পারেননি সাকিব। আইপিএলের ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন। নিয়ম মতে কর্তৃপক্ষকে সেটা যথাসময়ে না জানানোর অপরাধে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশি তারকা। যেহেতু আইপিএলের ম্যাচ গড়াপেটার ইস্যুতে নিষিদ্ধ হয়েছিলেন সেই কারণে টুর্নামেন্টটিতে সাকিবের আর খেলা হবে কিনা তা নিয়ে শঙ্কিত ছিলেন অনেকে। সেই শঙ্কা কাটিয়ে আইপিএল দল পেলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

নিলামে আজ সাকিবকে প্রথম ডাকে কলকাতা। পরে তাকে পাওয়ার লড়াইয়ে যুক্ত হয় কিংস ইলেভেন পাঞ্জাবও। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে কলকাতারই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

কলকাতা নাইট রাইডার্স টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর