Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল নিলাম: মোস্তাফিজকে কিনল রাজস্থান


১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব আল হাসানের পর আইপিএলে দল পেলেন মোস্তাফিজুর রহমানও। ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের চেন্নাইয়ে শুরু হয়েছে ২০২১ সালের আইপিএল নিলাম। নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও সাইফউদ্দিনের নাম ছিল।

২০১৬ সালে প্রথমবার আইপিএল খেলতে গিয়েছিলেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম আইপিএলে সবাইকে চমকে দিয়েছিলেন বাংলাদেশি পেসার। কাটার আর স্লোয়ারের জাদুতে ওই আইপিএলের সেরা উদিয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন

তারপর এক মৌসুম খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। সব মিলিয়ে আইপিএলে ২৪ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।

আইপিএল মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর