সাকিবকে নিয়ে কলকাতার টুইট ‘ময়না ঘরে ফিরেছে’
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৯
এবারের আইপিএল নিলামকে সামনে রেখে ভারতের সাবেক তারকা পেসার আশিস নেহরা বলেছিলেন, নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হতে পারেন সাকিব আল হাসান। তেমনটা অবশ্য হয়নি। তবে সাকিবকে দলে ভেড়াতে নিলামে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে অবশ্য কম লড়াই করতে হয়নি কলকাতা নাইট রাইডার্সকে। বাংলাদেশি অলরাউন্ডারকে শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে বলিউড বাদশাহ কিনেছে শাহরুখ খানের মালিকানাধীন দলটি।
সাকিবের আইপিএল ক্যারিয়ার শুরু কলকাতার হয়েই। ২০১১ সালে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে ভিড়িয়েছিল কলকাতা। তারপর ২০১৪ সালে সাকিবকে ২ কোটি ৮০ লাখ রুপিতে ধরে রাখে ফ্র্যাঞ্জাইজিটি। সব মিলিয়ে ২০১১ সাল থেকে পরের সাত মৌসুমে কলকাতার হয়ে ছয় মৌসুম খেলে দুটি শিরোপা জিতেছেন সাকিব। জাতীয় দলের খেলা থাকায় এক মৌসুম খেলতে পারেননি।
কলকাতা এখন পর্যন্ত শিরোপা জিতেছে সেই দুটিই। অর্থাৎ সাকিবকে ছাড়া শিরোপা জিততে পারেনি কলকাতা। সেই কারণেই কিনা বাংলাদেশি তারকাকে উপযুক্ত উপায়েই স্বাগত জানাতে চাইলো ফ্র্যাঞ্চাইজিটি! নিলামের ময়দানে পাঞ্জাবকে হারিয়ে সাকিবকে দলে ভেড়ানো নিশ্চিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে কেকেআর।
বাংলা ভাষী সাকিবের জন্য একাধিক বাংলায় টুইট করেছে কলকাতা। লিখেছে, ‘আমাদের ময়না ঘরে ফিরে আসছে।’ অপর এক টুইটে কলকাতা লিখেছে, ‘স্বাগত ময়না’। তার আগে লিখেছে, ‘সাকিব আসছেন’।
২০১৮ সালে কলকাতা ছেড়ে দিলে তারপর দুই মৌসুম সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছে সাকিব। সব মিলিয়ে এর আগে আইপিএলে ৬৩টি ম্যাচ খেলে ২১.৩১ গড়ে রান করেছেন ৭৪৬টি, সর্বোচ্চ ৬৬। বল হাতে ২৮ গড়ে নিয়েছেন ৫৯ উইকেট।