Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবই ভালো লাগছে মোস্তাফিজের


১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। ভিত্তিমূল্যেই বাংলাদেশের বাঁহাতি পেসারকে কিনেছে রাজস্থান রয়্যালস। আইপিএলে মোস্তাফিজের এটা তিন নম্বর দল। নিজের প্রতিক্রিয়ায় তরুণ পেসার বলেছেন, খুবই ভালো লাগছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের আইপিএল নিলাম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ফাঁকা থাকা মোস্তাফিজ টুকটাক রাখছিলেন নিলামের খবর। একটা পর্যায়ে আইপিএলের দল পাওয়ার খরবটি পেয়ে যান বাঁহাতি পেসার। সারাবাংলা ডটনেটকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মোস্তাফিজ বলেছেন, ‘খুবই ভালো লাগছে আমার।’

বিজ্ঞাপন

মোস্তাফিজের আইপিএল যাত্রা শুরু ২০১৬ সালে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেবার দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। ওই আসরে ২৪.৭৬ গড়ে ১৭ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। পরের মৌসুমে ভালো করতে পারেননি, হায়দ্রাবাদের হয়েই খেলেছিলেন মাত্র ১টা ম্যাচ।

দুই মৌসুম হায়দ্রাবাদে কাটিয়ে ২০১৮ সালে যোগ দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। সেবার মুম্বাইয়ের হয়ে ৭ ম্যাচ খেলে নিয়েছিলেন ৭ উইকেট। সব মিলিয়ে আইপিএলে ২৪ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।

আইপিএল টপ নিউজ মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর