Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল খেলতে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব


১৯ ফেব্রুয়ারি ২০২১ ১২:২৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৬

সবকিছু ঠিক থাকলে আইপিএলের আগামী আসর বসবে এপ্রিলে। ওই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। অর্থাৎ দুটির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের। সাকিব আল হাসান বেছে নিয়েছেন আইপিএলকে।

পুরো সময় আইপিএল খেলতে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। অনেক আলোচনার পর বোর্ড সেই আবেদন মঞ্জুর করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। সারাবাংলাকে তিনি বলেন, ‘সাকিব আইপিএল খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে না। বোর্ড ওকে ছুটি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, গতকালের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর