Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজ আবেদন করলে বিবেচনা করবে বিসিবি


২০ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে অনাপত্তি পত্রের জন্য এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরারবর আবেদন করেননি মোস্তাফিজুর রহমান। পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই তিনি এই সিদ্ধান্ত নিবেন। যেহেতু ওই সময় (এপ্রিল-মে) বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের ব্যস্ততা থাকবে। তাই এ বিষয়ে এখনোও শেষ সিদ্ধান্তে আসতে পারেননি বাঁহাতি এই পেসার। কিন্তু বিষয়টি এমন নয় যে তিনি আবেদন করলেই তাতে সাঁড়া দিবে বিসিবি। তবে তার আশা হত হওয়ার কোন কারণও আপাতত নেই। কেননা টাইগার ক্রিকেট প্রশাসন বলছে, তিনি আবেদন করলে তারা বিষয়টি বিবেচনা করবে।

২০২১ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর অনাপত্তি পত্রের (এনওসি) জন্য আবেদন করেছিলেন সাকিব আল হাসান। তাতে বেশ ইতিবাচক সাড়াই দিয়েছে টাইগার ক্রিকেট প্রশাসন। ফলে আইপিএলে খেলতে তার আর কোন বাঁধা নেই। একই আসরে রাজস্থান রয়্যালস থেকে ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনিও যদি অনাপত্তিপত্রের জন্য অভিভাবক সংস্থা বরারবর আবেদন করেন তবে তা বিবেচনা করে দেখবে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞাপন

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হোম অব ক্রিকেট মিরপুরে সাংবাদিকদের একথা জানান বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

চৌধুরী বলেন, ‘সেটা (অনাপত্তি পত্র) বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। যদি আবেদন করে তারপর আমরা বিবেচনা করব।’

তার আগে সারাবাংলার সঙ্গে কথা বলেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আবেদন করব কিনা এই ব্যাপারে এখনো সিদ্ধান্তে নেইনি। দেখি আগে পরিবারের সঙ্গে কথা বলি। যেহেতু ওই সময় আমাদের শ্রীলঙ্কার সঙ্গে সিরিজও আছে। যেটা ভালো হয় সেটাই করব। নিউজিল্যান্ডে যাচ্ছি। সিদ্ধান্তটা ওখান থেকেই নিব ভাবছি।’

এবারের আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। ভিত্তিমূল্যেই বাংলাদেশের বাঁহাতি পেসারকে কিনেছে রাজস্থান রয়্যালস।

মোস্তাফিজের আইপিএল যাত্রা শুরু ২০১৬ সালে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেবার দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। ওই আসরে ২৪.৭৬ গড়ে ১৭ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। পরের মৌসুমে ভালো করতে পারেননি, হায়দ্রাবাদের হয়েই খেলেছিলেন মাত্র ১টা ম্যাচ।

দুই মৌসুম হায়দ্রাবাদে কাটিয়ে ২০১৮ সালে যোগ দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। সেবার মুম্বাইয়ের হয়ে ৭ ম্যাচ খেলে নিয়েছিলেন ৭ উইকেট। সব মিলিয়ে আইপিএলে ২৪ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।

আইপিএল বিসিবি মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর