মঙ্গলবার বিকেলে নিউজিল্যান্ড যাচ্ছে টিম বাংলাদেশ
২২ ফেব্রুয়ারি ২০২১ ২০:১৯
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে ওই দিন বিকেল ৪টা ২৫ মিনেটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে ৩৫ সদস্যের টিম টাইগার্স।
তবে করোনা সতর্কতায় অন্যান্য সফরের মত এবারের সফরে সংবাদ মাধ্যমকর্মীদের ছবি তোলা ও সংবাদ সংগ্রহের সুযোগ থাকছে না।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সারাবাংলাকে এখবর জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।
তিনি বলেন, ‘আগামীকাল বিকেল ৪টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে বাংলাদেশ নিউজিল্যান্ডে যাচ্ছে। তবে করোনা সতর্কতায় এবার সংবাদকর্মীদের ওখানে গিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ থাকছে না। প্লেয়ারদের ভিআইপি ডিপারচার হবে।’
নিউজিল্যান্ডে পৌঁছে কুইন্সটাউনে ৫ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে ডমিঙ্গো শিষ্যরা।
সিরিজের প্রথম ওয়ানডে গড়াবে ২০ মার্চ ডুনেডিনে, দ্বিতীয়টি ২৩ মার্চ ক্রাইস্টচার্চে, তৃতীয় ও শেষটি ২৬ মার্চ ওয়েলিংটনে।
আর টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গড়াবে ২৮ মার্চ হ্যামিল্টনে। দ্বিতীয়টি ৩০ মার্চ নেপিয়ারে ও তৃতীয়টি ১ এপ্রিল, অকল্যান্ডে।