Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত পেসারের ভিড়েও সুযোগ পেতে আশাবাদী সাইফউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যাক টি-টোয়েন্টি খেলতে আজ বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। কিউইদের উইকেটগুলো পেস বান্ধব হবে বলেই তার প্রস্তুতি হিসেবে সাতজন পেসার নিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেখানে জায়গা করে নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমানোর আগে তিনি জানালেন দলে সাত পেসার থাকলেও সুযোগ পাওয়া ও ভালো করার ব্যাপারে আশাবাদী এই পেস বোলিং অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের পেসারদের তালিকা দীর্ঘ। দলে আছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন। এর ভেতর তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন অভিজ্ঞতার বিচারে মোহাম্মদ সাইফউদ্দিনের চেয়ে বেশ এগিয়ে। তবে সাত পেসার স্কোয়াডে থাকলেও তা নিয়ে ভাবছেন না সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে তিনি বলেন, ‘না, এটা নিয়ে আমি ভাবছি না। কন্ডিশনের কারণে যেটা বেটার মনে হবে সেটাই হবে। তবে ইনশা আল্লাহ, আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে। তারপরও সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

কন্ডিশনের বিচারে এগিয়ে থাকা পেসারই জায়গা পাবেন দলে। আর তাই তো সেসব নিয়ে একদমই ভাবছেন না মোহাম্মদ সাইফউদ্দিন। নিউজিল্যান্ড ছাড়ার আগে সাইফউদ্দিন বলেন, ‘অবশ্যই, আপনি যদি ভালো করেন যে কোনো কন্ডিশনে, যে কোনো উইকেটে ভালো করা সম্ভব। আপনি লাইন এবং লেংথে করতে না পারেন তাহলে খারাপ হবে স্বাভাবিক। যেটা হবে আমার বেসিকটা দেওয়ার চেষ্টা করবো।’

নিউজিল্যান্ডে পৌঁছে দুই সপ্তাহের  কন্ডিশনিং ক্যাম্প করার সময় পাবে টাইগাররা। সাইফউদ্দিন বলেন, ‘ইনশা আল্লাহ, যদিও আমরা দুই সপ্তাহ সময় পাব, প্র্যাকটিসের জন্য। কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করবো, কোচিং স্টাফদের সহায়তা নিয়ে।’

সারাবাংলা/এমআরএফ/এসএস

টপ নিউজ টাইগার পেসার নিউজিল্যান্ড সফর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মোহাম্মদ সাইফউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর