Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দ্য হান্ড্রেডে’ অবিক্রিত সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের কারণে থমকে ছিল ইংল্যান্ডের ঘরোয়া ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ ‘দ্য হান্ড্রেড’। ১০০ বলের এই টুর্নামেন্টের ড্রাফটে সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের আট ক্রিকেটার। তবে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ‘দ্য হান্ড্রেড’র ড্রাফট। একদিন পর জানা গেল কোন ক্রিকেটার কোন দলে খেলছেন তার তালিকা। পাওয়া ক্রিকেটারদের নাম।

আগামী জুলাইয়ের ২১ তারিখ থেকে ১০০ বলের আলোচিত টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে।

গত বছর মাঠে গড়ানোর কথা ছিল ‘দ্য হান্ড্রেড’র। কিন্তু করোনা মহামারিতে স্থগিত হয়ে যায়। এর আগে ২০১৯ সালের অক্টোবরে ড্রাফট হয়েছিল। সেই ড্রাফটে সাকিব, তামিম, মোস্তাফিজুর রহমানসহ ১১ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। তবে এবার নাম জমা পড়ে ৮ জনের।

বিজ্ঞাপন

এক লাখ পাউন্ডের মূল্য ক্যাটাগরিতে ছিলেন সাকিব ও তামিমের নাম। এছাড়াও লিটন দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমানরা ছিলেন ৪০ হাজার পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে। এছাড়া তাসকিন আহমেদ, আবু হায়দার এবং সৌম্য সরকারের কোনো মূল্য নির্ধারণ ছিল না।

এবারের ড্রাফট থেকে দল পেয়েছেন ৩৫ জন ক্রিকেটার। এর মধ্যে স্থানীয় কোটায় ২৮ জন এবং বিদেশি কোটায় ৭ জন।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর