Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাটলেটিকোর বিপক্ষে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৪৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৪৬

উয়েফা চ্যাম্পিয়নস লিগে এই প্রথমবারের মতো চেলসির ডাগ আউট সামলালেন থমাস তুখেল। আর প্রথম ম্যাচেই বাজিমাৎ। ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন অলিভার জিরুড।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে মঙ্গলবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হয় দুই দল। যদিও ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অ্যাটলেটিকোর ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটিয়ানোতে। তবে স্পেন সরকার ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করায় ম্যাচটি বুখারেস্টে সরিয়ে নেওয়া হয়।

প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। অধিকাংশ সময় বল দখলে রাখা চেলসি ৩৯তম মিনিটে এগিয়ে যেতে পারত। টিমো ভার্নারের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক জান ওবলাক।

বিজ্ঞাপন

বিরতির আগে আতলেতিকো গোলের উদ্দেশে শট নিতে পারে কেবল একটি। এই সময়ে চেলসির পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।

৬৮তম মিনিটে জয়সূচক গোলটি পায় চেলসি। ডি-বক্সে অ্যাটলেটিকো ডিফেন্ডার মারিও এরমেসোর পায়ে লেগে বল ওপরে ওঠার পর অসাধারণ ওভারহেড কিকে জাল খুঁজে নেন জিরুড। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এটি জিরুডের ষষ্ঠ গোল। গ্রুপ পর্বে এক ম্যাচেই তিনি চার গোল করেছিলেন সেভিয়ার বিপক্ষে।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচে হার দেখল ডিয়েগো সিমিওনের দল। লা লিগায় গত রাউন্ডে লেভান্তের বিপক্ষে ২-০ গোলে হারে তারা। লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও শেষ চার ম্যাচে তাদের জয় কেবল একটি।

শেষ ষোলোর ফিরতি লেগ চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হবে আগামি ১৮ মার্চ।

সারাবাংলা/এসএস

২০২০/২১ মৌসুম অলিভার জিরুড অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম অ্যাটলেটিক বিলবাও উয়েফা চ্যাম্পিয়নস লিগ চেলসির জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর