‘আমি প্রধানমন্ত্রীদের প্রধান’
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১০
‘ইউনিভার্স বস’ নামে বেশ পরিচিত ক্রিস গেইল। ক্যারিবিয়ান ব্যাটিং দানব নিজের এই নাম নিজেই দিয়েছিলেন। পরে সেটা জনপ্রিয়ও হয়ে উঠে। এবার নিজেকে ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’ বলে দিলেন গেইল। প্রসঙ্গটা উঠেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে কথা বলতে গিয়ে।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে গিয়েছিলেন গেইল। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেনও। জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সিরিজ সামনে, ফলে দুই ম্যাচ খেলেই পাকিস্তান ছেড়েছেন গেইল। শোনা যাচ্ছে, আবারও জাতীয় দলে ফিরছেন ৪১ বছর বয়সী ক্রিকেটার। পাকিস্তান ছাড়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন গেইল। বিভিন্ন প্রসঙ্গের সঙ্গে সেখানেই উঠেছিল পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের প্রসঙ্গ।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বভাবসুলভ রসিকতার সুরে ‘আমি অরিজিনাল প্রাইম মিনিস্টার’ বলেছেন গেইল। ক্যারিবিয়ান ব্যাটিং দানব বলেন, ‘ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী। একজন ক্রিকেটারকে প্রধানমন্ত্রী হতে দেখা দারুণ। অসাধারণ ব্যাপার। তবে ক্যারিবিয়ানে ব্যাপারটি পুরো আলাদা। সেখানে প্রতিটি দ্বীপের আলাদা প্রধানমন্ত্রী আছেন।’
গেইল বলেন, ‘কিন্তু আপনি জানেন কিনা, পুরো ক্যারিবিয়ানের ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’ আমিই, কারণ আমি ইউনিভার্স বস। ক্যারিবিয়ানের সব প্রধানমন্ত্রীর জন্য শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের সবাইকে আমি ভালোবাসি, কারণ সবাইকে শ্রদ্ধা করি। তাদের সবাইকে ভালোবাসি কারণ সবার প্রতিনিধিত্ব করি আমি। ইউনিভার্স কি? আমিই প্রধানমন্ত্রী। আমি প্রধানমন্ত্রীদের প্রধান।’
পিএসএলে দুই ম্যাচ খেলে মোট ১০৭ রান করেছেন গেইল। প্রথম ম্যাচে ২৪ বলে করেন ৩৯ রান, দ্বিতীয় বলে ৪০ বলে ৬৮।