Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোর গোলও পারেনি জুভেকে জেতাতে

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৫৯

ইতালিয়ান সিরি আ’তে নিজেদের শেষ তিন ম্যাচের দুটিতেই পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস। নাপোলির কাছে হারের পর ক্রোটোনের সঙ্গে জয় আর তারপরেই হেল্লাস ভেরোনার সঙ্গে ১-১ গোলের ড্র। ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেও এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত জয়। আর তাতেই পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল ইন্টার মিলান ও এসি মিলানের সঙ্গে বাড়ল পয়েন্ট ব্যবধান।

হেল্লাস ভেরোনার মাঠে শনিবার রাতে ১-১ ড্র’তে শেষ হয় ম্যাচটি। ভেরোনার বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রাইলো তুরিনের ক্লাবটি। গত মৌসুমে এই মাঠে ২-১ গোলে হেরেছিল জুভেন্টাস। এরপর চলতি আসরে প্রথম দেখায় চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে ১-১ এ রুখে দেয় ভেরোনা।

বিজ্ঞাপন

অপেক্ষাকৃত দুর্বল ভেরোনার সঙ্গে নিজেদের স্বভাবসুলভ খেলা দিয়েই শুরু করে জুভেরা। দুর্দান্ত আক্রমণে জানান দিতে থাকে জয়ের। তবে সেই গতি আর ছন্দ খুব বেশি সময় ধরে রাখতে পারেনি জুভে। ভেরোনাও দ্রুত গুছিয়ে ওঠে। অবশ্য প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

খেলার আট মিনিটের মাথায় গোলের দারুণ এক সুযোগ তৈরি করে ভেরোনা; তবে ডেভিড ফারাওনির হেডে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। এরপর ১৪তম মিনিটে ফেদেরিকো চিয়েসার শট ঝাঁপিয়ে ঠেকান ভেরোনা গোলরক্ষক। এভাবে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

বিরতি থেকে ফিরেই দলকে লিড এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মাথায় চিয়েসার পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ ফরোয়ার্ড। চলতি মৌসুমে সিরি আ’তে এটি রোনালদোর ১৯তম গোল।

বিজ্ঞাপন

এক গোলে এগিয়ে থাকা জুভেদের চেপে ধরে ভেরোনা। দুর্দান্ত আক্রমণে জুভের রক্ষণকে বারবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিল তারা। শেষ পর্যন্ত ম্যাচের ৭৭ মিনিটের মাথায় আন্তোনিন বারাকের দুর্দান্ত হেডে ম্যাচে সমতায় ফেরে ভেরোনা। এর মিনিট আটেক পর আবারও গোল হজম করতে বসেছিল জুভে। তবে দার্কো লাজোভিচের জোরালো শট স্ট্যাসনি কোনোমতে ঠেকান। বল তার হাত ছুঁয়ে ক্রসবারে লাগলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

এই ড্র’তে সিরি আ’র ২৩ ম্যাচ শেষে  ১৩ জয়, সাত ড্র আর তিন হারে ৪৬ পয়েন্ট তিনে অবস্থান করছে জুভেন্টাস। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৩। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান। আর ২৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভেরোনা।

সারাবাংলা/এসএস

ইতালিয়ান সিরি আ ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ভেরোনা বনাম জুভেন্টাস ম্যাচ ড্র

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর