Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেট্টোরির বিকল্প খুঁজছে বিসিবি


১ মার্চ ২০২১ ১৬:২৬ | আপডেট: ১ মার্চ ২০২১ ১৭:৫৪

নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তি টানবেন টাইগারদের স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরির। এদিকে তার সঙ্গে নতুন করে চুক্তিও নবায়ন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সঙ্গত কারণেই তার বিকল্প খুঁজতে হচ্ছে টাইগার ক্রিকেট প্রশাসনকে।

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ১শ দিন কাজ করবেন ভেট্টোরি, বিসিবি’র সঙ্গে এমন একটি চুক্তি করেছিলেন সাবেক নিউজিল্যান্ড দলপতি। সেই ১শ দিনের ৬০ দিন ইতোমধ্যেই শেষ হয়েছে। বাকি আছে ৪০ দিন। যা আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই শেষ হচ্ছে। উদ্ভুত পরিস্থিতিতে সাকিব, তাইজুলদের নতুন কোচ খুঁজতে হচ্ছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে। কিন্তু তিনি কে, তা এখনও চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

সোমবার (১ মার্চ) সারাবাংলাকে একথা জানালেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

চৌধুরী জানালেন, ‘উনি (ভেট্টোরি) আমাদের সঙ্গে থাকেন বা না থাকেন কাউকে আমাদের লাগবে। এটা নিয়ে কিছু একটা আমরা অবশ্যই করব। কিন্তু কী করব বা কাকে করব সেটা এখনো চূড়ান্ত হয়নি।’

সদ্য সমাপ্ত উইন্ডিজ সিরিজে টাইগারদের পাশে থাকার কথা ছিল ভেট্টোরির। কিন্তু ব্যক্তিগত কারণে শেষ পর্যন্ত তার আসা হয়নি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে ডেনিয়েল ভেট্টোরি নিয়োগ পেয়েছেন ২০১৯ সালের জুলাই মাসে। ১শ দিনের চুক্তি অনুযায়ী কাজ শুরু করেছেন ওই বছরের অক্টোবরের শেষ সপ্তাহে ভারত সিরিজের আগে।

টপ নিউজ ডেনিয়েল ভেট্টোরি নিজামউদ্দিন চৌধুরী সুজন বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর