Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালো জাদুর আশ্রয় নিচ্ছে আর্জেন্টিনা!


২১ মার্চ ২০১৮ ১৩:৪৯

সারাবাংলা ডেস্ক

ঘনিয়ে আসছে বিশ্বকাপ ফুটবল। নড়েচড়ে বসতে যাচ্ছে বিশ্ব ফুটবল। মজার ছলে বলাবলি শুরু হয়েছে বিশ্বকাপ জিততে মরিয়া আর্জেন্টিনা এবার কালো জাদুর আশ্রয় নিতে যাচ্ছে। জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস বেশ কিছু দেশের জার্সি উন্মোচন করেছে। সেখানেই দেখা যাচ্ছে নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথমবার কালো রঙের জার্সিতে মাঠে নামবে আর্জেন্টাইনরা।

রাশিয়া বিশ্বকাপের আগে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলবে এবারের মেগা ইভেন্টে সুযোগ না পাওয়া ইতালির বিপক্ষে। এছাড়া খেলবে স্পেনের বিপক্ষেও। এর আগে নিজের অ্যাওয়ে ম্যাচের জার্সি উন্মোচন করেছে দলগুলো, বাদ যায়নি আর্জেন্টিনা।

গত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় মেসি অ্যান্ড কোংয়ের। সেই ম্যাচে নীল জার্সিতে মাঠে খেলেছিল আর্জেন্টিনা। এবার দেশটির ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো খেলোয়াড়দের দেখা যাবে কালো রঙের জার্সিতে। তবে, মূল জার্সি থাকবে আগের আকাশী-সাদা।

জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস সেই ছবি পোস্টও করেছে। সেখানে ডি মারিয়া, মেসিরা কালো জার্সিতে পোজ দিয়েছেন।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর