Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেয়েছেন বার্তোমেউ


২ মার্চ ২০২১ ২১:৫৬

জামিন পেয়েছেন গ্রেফতার হওয়া বার্সেলোনার সদ্য সাবেক হওয়া সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। ‘বার্সাগেট’ কেলেঙ্কারির কারণে গত সোমবার নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছিলেন তিনি।

সোমবার বার্তোমেউ-এর সঙ্গে গ্রেফতার হয়েছিলেন ক্লাবটির দুই পরিচালক অস্কার গ্রাউ ও রোমান গোমেজ পন্তি ও পরামর্শদাতা জুমি মাসফেরার। আজ মঙ্গলবার (২ মার্চ) জামিন পেয়েছেন তারাও।

গত বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ রেডিও কাদেনা সেরা দাবি করেছিল, বার্সেলোনার সাবেক ও বর্তমান তারকাদের ভাবমূর্তি নষ্ট করতে ‘আইথ্রি’ নামের একটা প্রতিষ্ঠানকে ভাড়া করেছেন বার্তোমেউ। লিওনেল মেসি, জেরার্ড পিকে, পেপ গার্দিওলা, জাভি, কার্লোস পুয়েলদের মতো ফুটবলারদের নামে কুৎসা রটানোই ছিল ‘আইথ্রি’র কাজ। তালিকায় নাকি মেসির স্ত্রীর নামও ছিল।

তবে পরে এই অভিযোগ অস্বীকার করে বিবৃতি দেন বার্তোমেউ। একটা পর্যায়ে বার্সেলোনার সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরবর্তিতে ঘটনাটি ‘বার্সেগেট’ নাম পায়।

তবে বিষয়টি নিয়ে তদন্ত চালিয়েই যাচ্ছিল বার্সেলোনার পুলিশ ফোর্স ‘মোসোস দেসকাদ্রা’। সেই তদন্তের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল বার্তোমেউদের।

জোসেপ মারিয়া বার্তোমেউ বার্সেলোনা লিওনেল মেসি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর