Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হারাতে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সমর্থনে অস্ট্রেলিয়া


৩ মার্চ ২০২১ ১৫:৫৬

ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী, অনেকটা দা-কুড়াল সম্পর্ক। ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা যেমন। কিন্তু কখনো কখনো তো বাঘ, সিংহও এক ঘাটে জল খায়! পরিস্থিতির কারণে এই মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী ইংলান্ডের জয় কামনার প্রার্থণা করছে অস্ট্রেলিয়া। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অবশ্য নিজেদের স্বার্থেই ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার আহমেদাবাদ টেস্ট। চার ম্যাচ টেস্ট সিরিজের এই শেষ ম্যাচটার ওপর নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে আগেই ফাইনাল নিশ্চিত করেছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এক দল হবে ফাইনালের দ্বিতীয় দল। ভারত আহমেদাবাদ টেস্ট জিতলে বা ড্র করলে উঠে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপোর ফাইনালে। আর ম্যাচটা যদি ভারত হারে তবে ফাইনাল খেলা হবে না বিরাট কোহলির দলের। তখন ফাইনালে উঠে যাবে অস্ট্রেলিয়া। এই কারণেই আহমেদাবাদ টেস্টে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে নিউজিল্যান্ডে আছে অস্ট্রেলিয়া। সেখানেই সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘কিছুটা নিজেদের স্বার্থের ব্যাপার আছে, তাই নয় কি? অনেক দিন পর প্রথমবার ইংল্যান্ডকে আমরা সমর্থন করব। আশা করছি, তারা সেখানে তাদের কাজটা ঠিকঠাক করতে পারবে। আশা করি, (ইংল্যান্ড) ভালো করবে, দেখা যাক কী হয়। এখন আমাদের হাতে তো কিছু নেই, কিন্তু আগ্রহ ভরে আমরা ম্যাচ দেখব।’

অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর