Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানকে দুদিনেই হারাল জিম্বাবুয়ে


৩ মার্চ ২০২১ ২০:৪৬

দুদিনেই ফলাফল নিশ্চিত হওয়া ভারত-ইংল্যান্ডের মধ্যকার আহমেদাবাদ টেস্ট নিয়ে কম কথা হচ্ছে না। এসবের মধ্যে দুদিনে আরেকটা টেস্ট ম্যাচের ফল নির্ধারণ হলো। আবুধাবিতে দুই দিনের মধ্যেই আফগানিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।

পরপর দুই টেস্টে দুই দিনের মধ্যে ফলাফল নির্ধারণ, টেস্ট ক্রিকেটে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৩২ বছর আগে। ১৯৮৯ সালে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকাকে দুই দিনেই হারিয়েছিল ইংল্যান্ড। কেপ টাউনে পরের ম্যাচেও দুই দিনে ইনিংস ব্যবধানে জিতেছিল সফরকারী ইংল্যান্ড।

বিজ্ঞাপন

আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট যে একতরফা হতে যাচ্ছে সেটা আন্দাজ করা যাচ্ছিল প্রথম দিনেই। ব্যাটিংটা একেবারেই যাচ্ছে-তা হচ্ছিল আফগানদের। আজ জিম্বাবুয়ের হয়ে সেঞ্চুরি করলেন অধিনায়ক শন উইলিয়ামস। দুই মিলিয়ে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফগানদের।

আফগানিস্তান প্রথম ইনিংসে ১৩১ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেটে ১৩৩ রান তুলে গতকাল প্রথম দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। দিন শেষে ৫৪ রানে অপরাজিত ছিলেন শন উইলিয়ামস। আজ আফগান স্পিন সামলে দারুণ ব্যাটিং করেছেন জিম্বাবুয়েন অধিনায়ক। দিনের শুরুতে রায়ান বার্ল (৮) ফিরে গেলে তারপর রেগিস চাকাভাকে নিয়ে শক্ত একটা জুটি গড়েন উইলিয়ামস।

সপ্তম উইকেটে ৭৫ রান যোগ করেন দুজন, যা ম্যাচের সর্বোচ্চ। চাকাভা ফিফটি না পাওয়ার হতাশা নিয়ে ফিরেছেন ৪৪ রানের মাথায়। তবে উইলিয়ামস আউট হয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েই। ১৭৪ বল খেলে ১০টি চারের সাহায্যে ১০৫ রান করে ফিরেছেন উইলিয়ামস। জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ২৫০ রানে। আফগানিস্তানের হয়ে তরুণ আমির হামজা ৭৫ রানে ছয় উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসেই ১১৯ রানে পিছিয়ে পড়া আফগানিস্তান ব্যাটিংয়ে উন্নতি করতে পারেনি দ্বিতীয় ইনিংসেও। ওপেনার ইব্রাহিম জাদরান একপ্রান্ত ধরে রেখে ৭৬ রান করেছেন। তবুও ১৩৫ রানে গুটিয়ে গেছে আফগানদের দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২১ করেছেন স্পিনার আমির হামজা।

দুই ইনিংস মিলিয়ে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ১৭ রানের। ৩.২ ওভারেই সেই লক্ষ্য পেরিয়ে দশ উইকেটের জয় নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। শেন উইলিয়ামস হয়েছেন ম্যাচ সেরা।

আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট টেস্ট সিরিজ শন উইলিয়ামস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর