Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট শুরু শনিবার


৫ মার্চ ২০২১ ১৮:৫৮

করোনাভাইরাস কালিন সময়ে বাংলাদেশ ক্রিকেটে ফিরেছে অনেক আগেই। জাতীয় পুরুষ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটও খেলে ফেলেছে অনেক আগেই। কিন্তু নারী ক্রিকেটাররা এতোদিনেও ক্রিকেটে ফিরতে পারেননি। সেই আক্ষেপ ঘুচছে রাত পোহালেই। কাল শুরু হচ্ছে ৯তম বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্ট।

পূর্ব ঘোষণা অনুযায়ী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা। জাতীয় দল, ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা তিন ভাগে বিভক্ত হয়ে অংশ নিবেন গেমসে। কদিন আগে ক্রিকেটারদের বাংলাদেশ লাল, বাংলাদেশ নীল ও বাংলাদেশ সুবজ- এই তিন দলে বিভক্ত করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাল প্রথম ম্যাচে লাল দলের মুখোমুখি হবে নীল দল।

বিজ্ঞাপন

শারমির আক্তার সুপ্তা, নিগার সুলতানা, লতা মন্ডলদের নিয়ে গড়া লাল দলটি বেশ ভারসাম্যপূর্ণ। নীল দল আবার তারকায় ভরা। বাংলাদেশ নারী ক্রিকেটের দুই অন্যতম সেরা তারকা সালমা খাতুন ও জাহানারা আলম খেলবেন নীল দলের হয়ে।

উল্লেখ্য, সিঙ্গেল লিগ পদ্ধতিতে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেরা দুই দল ফাইনাল খেলবে ১২ মার্চ।

বাংলাদেশ লাল দল: রাবেয়া হায়দার ঝিলিক, মোসাম্মৎ শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), লতা মন্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জিন্নাত এশিয়া অর্থি, সুরাইয়া আজমিম, লাবনি আক্তার, পূজা চক্রবর্তী, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, সাবাকুম নাহার চৈতি,লেকি চাকমা, রাবেয়া খাতুন ও মোসাম্মৎ মর্জিনা আক্তার মিম।

বাংলাদেশ নীল দল: মুর্শিদা খাতুন, ফারজানা হক পিঙ্কি, একা মল্লিক, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), ইশমা তানজিম, সালমা খাতুন, সোবহানা মোসতারি, জাহানারা আলম, মুমতা হেনা হাসনাত, রাবেয়া, ফারিয়া ইসলাম তৃষ্ণা, ফাল্গুনি চৌধুরী বণ্যা, উন্নতি আক্তার, স্বর্ণা আক্তার ও রেয়া আক্তার শিখা।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল জাহানারা আলম বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ গেমস সালমা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর