২য় ওডিআইতে টাইগারদের জয়ের লক্ষ্য ২৬৪
৭ মার্চ ২০২১ ১২:৫৯
গত শুক্রবার আয়ারল্যান্ড উলভস আর বাংলাদেশ ইমার্জিং দলের মধ্যকার প্রথম আন-অফিসিয়াল ওডিআই ম্যাচটি পরিত্যাক্ত হয়। এক আইরিশ ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিললে তৎক্ষণাৎ ম্যাচটি স্থগিত হয়। আর জল্পনা ছিল দ্বিতীয় ওডিআই ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও। তবে সবশেষে ম্যাচটি মাঠে গড়িয়েছে। আর প্রথমে ব্যাট করে টাইগারদের সামনে ২৬৪ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড উলভস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ দল। শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮৮ রান তোলে দুই আইরিশ ওপেনার জেমস ম্যাককালাম এবং রুহান প্রিটোরিয়াস। ইনিংসের ২১তম ওভারে ভয়ংকর হয়ে ওঠা এই জুটি ভাঙেন সুমন খান। ম্যাককালামকে (৪১) আকবর আলীর তালুবন্দি করেন এই টাইগার বোলার।
এরপর দ্বিতীয় উইকেটে প্রিটোরিয়াস ও স্টেফান ডহেনি মিলে গড়েন ৮৫ রানের জুটি। দলীয় ১৭৩ রানে স্টেফান ডহেনি (৩৭) ফিরলে ভাঙে এই জুটি। এরপরই সেঞ্চুরি থেকে মাত্র ১০ রানের দূরত্বে থাকতে রাকিবুল হাসানের বলে বোল্ড হয়ে ফেরেন প্রিটোরিয়াস। তবে হঠাত দুই সেট ব্যাটসম্যান হারিয়ে বিপাকে পড়ে আয়ারল্যান্ড।
এরপরেই টাইগার বোলাররা টেনে ধরে আয়ারল্যান্ডের রানের চাকা। মুকিদুল, শফিউল ইসলাম, সুমন খানদের বোলিং তোপে রান স্পর্শ করতে পারেনি আকাশ। তবে ঠিকই লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে উলভস।
টাইগারদের হয়ে সুমন খান ৯ ওভারে ৫১ রানের বিনিময়ে নেন দুটি উইকেট। এছাড়াও রাকিবুল হাসান ১০ ওভারে ৩৯ রানে দুটি, শফিউল ইসলাম ১০ ওভারে ৫৬ রানে একটি আর মুকিদুল ইসলাম ১০ ওভারে ৬২ রানে একটি উইকেট নেন।
আর তাতেই আয়ারল্যান্ড উলভস নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৬৩ রানের পুঁজি দাঁড় করায়। তাতেই টাইগার ইমার্জিং দলের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৪ রানের।
সারাবাংলা/এসএস
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী দ্বিতীয় ওডিআই বাংলাদেশ ইমার্জিং দল-আয়ারল্যান্ড উলভস