ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার অশ্বিন
৯ মার্চ ২০২১ ১৬:৪৯
চট্টগ্রামে বাংলাদেশকে প্রায় একাই হারিয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্শ ছিলেন প্রতিযোগিতায়। এবারের উপমহাদেশ সফরে রানের বন্যা বইয়ে দেওয়া ইংল্যান্ড অধিনায়ক জো রুট ছিলেন আরেক প্রতিদ্বন্দ্বী। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন ছিলেন আরও দুর্দান্ত। মেয়ার্শ, রুটকে হারিয়ে গত ফেব্রুয়ারি মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অশ্বিন।
চলতি বছরের প্রথম থেকে মাস সেরা ক্রিকেটার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। জানুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পন্ত। ফেব্রুয়ারির সেরা তিনের মনোনয়নে ছিলেন রুট, মেয়ার্শ ও অশ্বিন। ভারত-ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করা অশ্বিনের হাতেই উঠেছে পুরস্কারটা। ফেব্রুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ট্যামি বিউমন্ট।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে দুর্দান্ত খেলেছেন অশ্বিন। চেন্নাইয়ের প্রথম টেস্টে নেন ৯ উইকেট, রান করেন ৪০টি। দ্বিতীয় টেস্টে উইকেট নেন ৮টি, ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ভারতীয় তারকা। তৃতীয় টেস্টে উইকেট নেন ৭টি। ফেব্রুয়ারিতে ৩ টেস্ট মিলিয়ে উইকেট নেন মোট ২৪টি।
অশ্বিনের এমন পারফরম্যান্সের প্রসংশা করেছেন মাস সেরা ক্রিকেটার নির্বাচনে আইসিসির ভোটিং একাডেমির সদস্য ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপ। বলেছেন, ‘সহায়ক কন্ডিশনে হলেও গুরুত্বপূর্ণ একটি সিরিজে ধারাবাহিকভাবে উইকেট নিয়ে দলকে এগিয়ে রাখতে সাহায্য করেছে অশ্বিন। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড যখন ম্যাচে ফিরতে লড়ছিল তখন দলের কঠিন সময়ে সে সেঞ্চুরি করেছিল। তার ওই পারফরম্যান্সে বন্ধ হয়ে যায় প্রতিপক্ষের ঘুরে দাঁড়ানোর পথ।’
এদিকে, সদ্য সমাপ্ত ইংল্যান্ড-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন বিউমন্ট। তিন ওয়ানডেতে তার তিনটি ইনিংস ছিল যথাক্রমে- ৭১, ৭২* ও ৮৮*। এমন পারফরম্যান্স দেখা বিউমন্টকে মাস সেরা হিসেবে বেছে নিতে বেশি ভাবতে হয়নি নির্ধারকদের।
আইসিসির ভোটিং একাডেমি ও বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হচ্ছে এই মাস সেরা ক্রিকেটার। আইসিসির ভোটিং একাডেমিতে থাকছেন ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। নির্বাচনে ভোটিং একাডেমির ভোট বিবেচনা করা হচ্ছে ৯০ শতাংশ। আর সমর্থকদের ভোট বিবেচনা করা হচ্ছে বাকি ১০ শতাংশ।