Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিসে কোম্যানের মেসি ম্যাজিকে ভরসা

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২১ ১২:৪২

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে পিএসজির কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকে এক প্রকার ছিটকেই গেছে বার্সেলোনা। তবে অতীত ইতিহাস জানান দেয় শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হার মানতে নারাজ লিওনেল মেসিরা। তাই তো এমন অবস্থায় দ্বিতীয় লেগে পিএসজির আতিথ্য নেওয়ার আগে বার্সা কোচ রোনাল্ড কোম্যানের ভরসার জায়গা ওই লিওনেল মেসি ম্যাজিকের ওপর।

আজ রাত বাংলাদেশ সময় দুইটায় পার্ক ডে প্রিন্সে পিএসজি আতিথ্য দেবে বার্সেলোনাকে। যেখানে সমীকরণ বলতে ৩-০ গোলের ব্যবধানে হারলেও কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত পিএসজির। তবে হারের ব্যবধান ৪-০ হলে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে কোয়ার্টারে জায়গা করে নেবে বার্সা। অতীতে এমনটা এই পিএসজির বিপক্ষেই করে দেখিয়েছিল বার্সা। ২০১৭ সালে পিএসজির মাঠে ৪-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৬-১ ব্যবধানে জিতেছিল বার্সা। তবে সেবার জয়ের নায়ক নেইমার জুনিয়র এবার দল পালটে খেলছেন পিএসজির হয়ে।

বিজ্ঞাপন

অবশ্য বার্সার জন্য স্বস্তির সংবাদ নেইমার পুরোপুরি সুস্থ হননি। তাই প্রথম লেগের মতো দ্বিতীয় লেগের ম্যাচেও নামা হচ্ছে না তার। ভক্তদের তাই তো দেখা হচ্ছে না নেইমার বনাম মেসির দ্বৈরথটাও।

প্যারিসে মাঠে নামার আগে বেশ আশাবাদ ব্যক্ত করলেন বার্সা কোচ কোম্যান। তিনি বলেন, ‘যদি লিও তার সেরা খেলাটা খেলতে পারে, তাহলে সবকিছুই সম্ভব। ও একাই যে কোনো দ্বৈরথের ভাগ্য গড়ে দিতে পারে।’

অন্যদিকে পিএসজি ম্যানেজার মাউরিসিও পচেত্তিনো নেইমারকে না পাওয়ার ব্যাপারে জানালেন, ‘এটা কোনো সিদ্ধান্ত নয় যে, আমরা ঠিক করলাম। এটা বাস্তব পরিস্থিতি। নেইমার এই ম্যাচে নামার মতো ফিট হয়নি এখনও। দলের জন্য ও খুবই খেটেছিল যাতে দ্রুত মাঠে ফিরতে পারে। আমাদের মেডিক্যাল টিমও চেষ্টার ত্রুটি রাখেনি। কিন্তু হলো না। আমরা দুঃখিত কারণ সকলে চেয়েছিলাম, নেইমার খেলুক।’

বিজ্ঞাপন

২০১৭ সালে বার্সেলোনাকে অনেকটা একা হাতেই জিতিয়েছিলেন নেইমার। আর ওই মৌসুম শেষেই বিশ্বরেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছিলেন এই তারকা। নেইমারের হৃদয়ে বার্সার জন্য আলাদা রকমের এক অনুভূতি রয়েছে তা অকপটে স্বীকার করে পিএসজি বস মাউরিসিও পচেত্তিনো বলেছেন, ‘এই ম্যাচটা ওর জন্য বিশেষ অনুভূতির হতে পারত। তাই খেলতে চেয়েছিল নিশ্চয়ই। কিন্তু অল্প কয়েক দিনের জন্য আটকে গেল।’

এদিকে ৯০ মিনিটের খেলা এখনও বাকি আছে বলেই আশা দেখছেন কোম্যান। ‘মেসিকে ওর সেরা খেলা তো খেলতেই হবে। কিন্তু ও একা নয়, দলের সকলকেই দারুণ খেলতে হবে। কিছুটা ভাগ্যের সহায়তাও দরকার হবে। সুযোগ তৈরি করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন প্রতিপক্ষ বক্সের সামনে আমরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি।’-যোগ করেন কোম্যান।

নেইমার না থাকলেও প্রথম লেগে ন্যু ক্যাম্পে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপে আছেন বেশ ফুরফুরে মেজাজেই। দুর্দান্ত ফর্মে থাকা এমবাপের লক্ষ্য থাকবে এদিন দলকে জয় এনে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা।

একই সময়ে লাইপজিগকে অ্যানফিল্ডে আতিথ্য দেবে লিভারপুল। প্রথম লেগে ২-০ গোলের ব্যবধানে জিতে এগিয়ে রয়েছে অল রেডসরা।

সারাবাংলা/এসএস

২০২০/২১ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ পিএসজি বনাম বার্সেলোনা প্যারিস সেইন্ট জার্মেই রোনাল্ড কোম্যান লিওনেল মেসি শেষ ষোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর