Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিনিশার হওয়ার টার্গেট তরুণ শামীমের


১১ মার্চ ২০২১ ১৬:৩১

‘আমার ব্যাটিং পজিশন ছয় নম্বরে। আমি চাই ফিনিশ করতে (ম্যাচ শেষ করে আসতে)। এটাই অমাার টার্গেট থাকে।’ কথাগুলো তরুণ স্পিন অলরাউন্ডার শামীম পাটোয়ারির। শামীমকে নিয়ে কদিন ধরে বেশ কথা হচ্ছে কিকেটপাড়ায়। আয়ারল্যান্ড উলভসের (আয়ারল্যান্ড এ দল) বিপক্ষে লম্বা একটা সিরিজ খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন শামীম।

পাওয়ার হিটার হিসেবে পরিচিত শামীম ব্যাট চালান চাবুকের স্পিডে। গায়ের জোরে বড় শট খেলতে পারেন অবলীলায়। বিড়ল মাসল পাওয়ার আর চাপের মধ্যে নির্লিপ্তে খেলতে পারেন বলে শামীমকে আগে থেকেই ভবিষ্যতের ফিনিশার ভাবেন কেউ কেউ। পাওয়ার হিটিং ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকরী অফস্পিন করতে পারেন। ফিল্ডিংয়ে সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা তরুণকে এখন থেকেই বিশ্বমানের মনে করেন অনেকে।

আয়ারলান্ড উলভসের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২২ রান করা শামীম দ্বিতীয় ওয়ানডেতে ২৫ বলে করেন অপরাজিত ৪৫ রান। তৃতীয় ম্যাচে ৩৯ বলে ৫৩ রানে অপরাজিত। প্রথম ওয়ানডেটা পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয়, এই দুই ম্যাচেই বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার সময় অপরাজিত ছিলেন শামীম। অর্থাৎ ম্যাচ শেষ করেই ফিরেছেন ড্রেসিংরুমে। ফিনিশারের ভূমিকাটা পালন করেছেন দারুণভাবে। ২০ বছর বয়সী তরুণ জানালেন, ম্যাচ শেষ করে ফেরার লক্ষ্যেই মাঠে নামেন তিনি।

তরুণ শামীম অনুসরণ করেন ভারতের বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও বাংলাদেশের সাকিব আল হাসানকে। বিদেশি দুজন ফিনিশার হিসেবেই বিশ্ববিখ্যাত। আইডল কে, সাংবাদিকদের এমন প্রশ্নে শামীম উত্তর দিলেন, ‘বিদেশি প্লেয়ার যেমন এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি। আর দেশে আমাদের সাকিব ভাই।’ আর ফিল্ডিংয়ে? শামীম বললেন কিংবদন্তি জন্টি রোডসের নাম, ‘ফিল্ডিংয়ে আমি ছোটবেলা থেকেই জন্টি রোডসকে ফলো করি।’

রাত পোহালে আয়ারল্যান্ডস উলভসের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ইমার্জিং দল। সেই ম্যাচ নিয়ে আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শামীম। বলেছেন, ‘প্রথমে বলবো আমাদের টিমটা অনেক ভালো। আমরা যেহেতু প্রথম দুইটা ম্যাচ জিতছি, আমরা ওদের চেয়ে এগিয়ে আছি। আমরা চাইবো কালকের ম্যাচটা জিততে। আসলে বোলিং আমাদের ভালো হচ্ছে আমাদের। ব্যাটিংও দারুণ হচ্ছে।’

তার সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা পেসার শরিফুল ইসলাম ইতোমধ্যেই জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন। এখনই তার দৃষ্টিও কি সেদিকে? শামীম বললেন অবশ্যই, ‘অভিয়াসলি। যেহেতু আমরা এখন খেলার মধ্যে আছি। সবকিছুর প্রিপারেশন নিয়ে নেয়াটাই জরুরি।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ইমার্জিং দল শামীম পাটোয়ারি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর