কাল সালমা-রুমানাদের স্বর্ণের লড়াই
১১ মার্চ ২০২১ ২০:১৩
দুদল ফাইনালে উঠেছে দুই ভাবে। সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নীল দল গ্রুপ পর্বে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছে। আর বাংলাদেশ সবুজ দল ফাইনালে উঠেছে বাদ পড়তে পড়তে। কাল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টের ফাইনালে মুখোমুখি হবে নীল দল ও সবুজ দল।
শুক্রবার (১২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। নীল দলকে নেতৃত্ব দিবেন সালমা খাতুন, আর সবুজ দলকে রুমানা আহমেদ। সালমা বাংলাদেশ জাতীয় নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক। রুমানা নেতৃত্বে আছেন ওয়ানডে দলের। দুই অধিনায়কই দারুণ ফর্মে আছেন।
গ্রুপ পর্বে ম্যাচগুলোতে দারুণ বোলিং করেছেন সালমা। রুমানা তো প্রায় একাই ফাইনালে তুললেন সবুজ দলকে। বুধবার বাংলাদেশ লাল দলের মুখোমুখি হয়েছিল সবুজ দল। সমীকরণ এমন ছিল, যে দল জিতবে তারাই ফাইনালে। অমন সমীকরণে দাঁড়িয়ে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছিলেন রুমানা।
ওদিকে, সালমা খাতুন, জাহানারা আলমদের নিয়ে গড়া নীল দল গ্রুপ পর্বে অপরাজিত ছিল। দুর্দান্ত ফর্মে থাকা নীল দল এবং ঘুড়ে দাঁড়ানো সবুজ দলের ফাইনাল কেমন জমে সেটাই এখন দেখার।
অনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল। কিন্তু ওই সময়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকান নারী ইমার্জিং দলের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ফলে গেমস কর্তৃপক্ষকে অনুরোধ করে নারী ক্রিকেট ইভেন্টটা আগে আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই টুর্নামেন্ট দিয়েই প্রায় ১১ মাস পর ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। করোনা ভাইরাসের কারণে অন্যান্য খেলাধুলার মতো নারী ক্রিকেটও বন্ধ হয়েছিল সেই গত বছরের মার্চে। তারপর থেকেই বন্ধ ছিল দেশের নারী ক্রিকেট।